বিহারে কত আসন পাবে এনডিএ? টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন বিহারে এনডিএ নেতারা বলেছেন, ”আব কি বার ২০০ পার।” কিন্তু এবার লক্ষ্যমাত্রা কমিয়ে বললেন খোদ অমিত শাহ। তাঁর মতে, বিহারে ১৬০টির বেশি আসন পেয়ে মসনদে প্রত্যাবর্তন করবে শাসক জোট।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শাহ বলেছেন, ”এবার পরিস্থিতি খুব ভালো। আমরা বেশ অনুকূল অবস্থানেই রয়েছি। ১৬০টিরও বেশি আসন পাব।” তাঁর দাবি, দুই-তৃতীয়াংশ আসন পেয়েই ক্ষমতায় ফিরবে এনডিএ। পাশাপাশি শাহর মতে, বিজেপি ও জেডিইউ, দুই দলই ভালো পারফরম্যান্স করবে। ‘স্ট্রাইক রেট’ প্রায় সমান সমানই থাকবে।
বিহারে তাঁরা কী কী করেছেন, তার বিবরণ দিতে গিয়ে শাহ বলছেন, ”এখনও পর্যন্ত গত এগারো বছরে আমরা বিহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো- রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্রকে মজবুত করার কাজ করেছি। শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও ইতিমধ্যে মোদিজি স্বয়ং তৈরি করে দিয়েছেন।”
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিহারের ভোট। তার আগে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। বিহারে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির কর্মী দুলারচাঁদ যাদবকে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মোকামা কেন্দ্রের জেডি(ইউ) প্রার্থী অনন্ত সিং। তাঁর গ্রেপ্তারির পরই ফুঁসে উঠেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “বিহারে মহা জঙ্গলরাজ চলছে।”
মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী গুজরাটে কারখানা তৈরি করছেন আর তিনি বিহার ভোটে জিততে চান। এটা আর চলবে না। গত ১১ বছরে কোনও কর্মসংস্থান তৈরি করেনি তিনি। এখন প্রধানমন্ত্রী ১ কোটি চাকরি দেওয়ার কথা বলছেন। এটা কেবল একটা কৌশল।” যদিও একেবারেই উলটো কথা বলে জনতার মন জিততে চাইছে বিজেপি। কিন্তু এনডিএ নেতাদের মতো উচ্চাকাঙ্ক্ষী হতে চাইছেন না শাহ।