গোষ্ঠী কোন্দলের আশঙ্কা! এখনই ঘোষিত হচ্ছে না বঙ্গ বিজেপির নতুন কমিটি
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে তরজা অব্যাহত। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের আগে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা ক্ষীণ। বিহার নির্বাচনের ফলপ্রকাশের পরই বাংলার দিকে নজর দেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বঙ্গ বিজেপির অন্দরে যে আদি ও নব্যর চরম সংঘাত রয়েছে সর্বজনবিদিত। সেই সমীকরণ সামলে নতুন রাজ্য কমিটি গঠন করা বঙ্গ বিজেপির কাছে একপ্রকার চ্যালেঞ্জই বলা চলে। তাই রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে সমাধানসূত্র খুঁজতে দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্য বিজেপি শমীক ভট্টাচার্যকে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দফায় দফায় বাংলার ভারপ্রাপ্ত, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন তিনি। কিন্তু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে। বনসল-শমীকের বৈঠকে প্রাথমিকভাবে রাজ্য বিজেপির নতুন কমিটিতে কারা থাকবে সেই বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে ঠিকই কিন্তু এখনই সেই নামের তালিকা প্রকাশ হচ্ছে না।
এদিন নতুন রাজ্য কমিটিতে কাদের জায়গা দেওয়া হতে চলেছে সেপ্রসঙ্গে শমীক বলেছেন, রাজ্য কমিটি নিয়ে বনসলজির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। কমিটিতে জায়গা দেওয়ার ক্ষেত্রে সক্রিয়তা, নিষ্ঠা ও দলের প্রতি আনুগত্যই একমাত্র প্রাথমিকতা। নভেম্বর মাসের মাঝামাঝিই নতুন কমিটি গঠন হয়ে যাবে বলেই আশা করছি।
বিজেপি সূত্রের খবর, তড়িঘড়ি করে নয় সবদিক বিবেচনা করা সময় নিয়েই বাংলার রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে পা ফেলতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য ভোটের হাওয়া ওঠা শুরু হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে নতুন রাজ্য কমিটির গঠন নিয়ে দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে উঠলে ভোট প্রস্তুতির কাজও থমকে যাবে এমন আশঙ্কাও রয়েছে বনসলদের। তাই চলতি সপ্তাহের শুক্রবার দিন বনসল কলকাতায় গিয়ে আবারও বৈঠক করবেন বলেই আপাতত সিদ্ধান্ত হয়েছে। তারপরেও আবার দিল্লিতে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার শমীকের সঙ্গে বনসল বৈঠক করার পরেই নতুন কমিটিতে কারা থাকবেন সেই নামের তালিকা চূড়ান্ত করা হবে বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রের খবর, বিধানসভা ভোটে যাদের প্রার্থী করা হবে তাদের নতুন রাজ্য কমিটিতে জায়গা না দেওয়ার সম্ভাবনাই প্রবল।