• অনলাইন গেমিংয়ে নিষেধাজ্ঞায় বন্ধ রুজিরুটি! কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন গেমিং বাতিল মামলায় কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের অনলাইন গেমিং বাতিল আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট-সহ দেশের একাধিক আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, কেন্দ্রের এই আইন সংবিধানের ১৯(১)(জি) ধারা লঙ্ঘন করছে। এ নিয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, শীর্ষ আদালতের ইঙ্গিত আগামী দিনে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক খেলাকে এই আইনের বাইরে রাখা হতে পারে। 

    ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল মামলাকারীদের জবাব দেবেন। সুপ্রিম কোর্টেও কেন্দ্রের হলফনামা জমা দিতে হবে। এই মামলায় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, “ভারত অদ্ভুত এক দেশ। এখানে একজন খেলোয়াড়ের রোজগারের একমাত্র উৎস খেলাটাই। তাই এ নিয়ে শুনানির প্রয়োজন।” ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেউ যদি টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় গেম খেলে রোজগার করে, তাহলে সেটাকে বেটিং বা জুয়া বলা যায় না। সেক্ষেত্রে এই টুর্নামেন্টগুলিকে এই আইনের আওতার বাইরে রাখা উচিত। 

    উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশনে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যার ফলে আস্ত শিল্পে লালবাতি ঝুলে গিয়েছে। অনলাইন গেমিং আইন পাশ হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করে দিয়েছে। যার অবধারিত ফল প্রচুর মানুষের কর্মহীন হওয়া। ওই বিলের ফলে অন্তত দু’লক্ষ মানুষ এই অনলাইন গেমিং পোর্টাল বন্ধ হলে কাজ হারাবেন। একই সঙ্গে ধাক্কা খাবে দু’লক্ষ কোটি টাকার ব্যবসাও। ফলে অর্থনীতিও যে ধাক্কা খাবে তাতে সন্দেহ নেই।

    দেশের তিন প্রধান গেমিং সংস্থার তরফে এই শিল্পক্ষেত্রটিকে রক্ষা করার আর্জি জানানো হয়েছে। রাতারাতি সব গেমিং পোর্টাল বন্ধ করায় প্রবল সংকটে পড়বেন এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা। গেমস ক্রাফটের মদতপুষ্ট অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন, ড্রিম ইলেভেনের মদতপুষ্ট ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস এবং গেমস টোয়েন্টিফোর বাই সেভেনের মদতপুষ্ট ই-গেমিং ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, এমন একটা সিদ্ধান্ত একটি নির্দিষ্ট শিল্পক্ষেত্রের কফিনে এক ধাক্কায় শেষ পেরেকটি মেরে দেওয়ার মতো সিদ্ধান্ত। বড় ধাক্কা খাবেন এই দেশের এবং অনেক বিদেশি নাগরিকও। এই নিয়ে সুপ্রিম কোর্ট ও একাধিক হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। শীর্ষ আদালতে যৌথভাবে সেই মামলাগুলির শুনানি হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)