মথুরাপুরে মিড ডে মিলে পোকা! অসুস্থ ১৫ পড়ুয়া চিকিৎসাধীন হাসপাতালে
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মিড ডে মিলে পোকা! আর সেই খাবার খেয়েই অসুস্থ ১৫ জন ছাত্র-ছাত্রী। সবাইকেই মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ১ নং ব্লকের খোদাদাদপুর প্রাথমিক স্কুলে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনার প্রতিবাদে স্কুলের গেট তালাবন্ধ করে দেন তাঁরা। যার জেরে স্কুলের মধ্যেই আটকে পড়েন প্রধান শিক্ষিকা উমা পাল ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা। আটকে যান মিড ডে মিলের রাঁধুনিরাও।
খবর পেয়েই ছুটে আসেন মথুরাপুর থানার পুলিশ। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘক্ষণ পর খোলা হয় স্কুল গেটের তালা। শুধু তাই নয়, রাঁধুনি ও তাঁর এক সহকারীকে বিক্ষোভরত গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, ”এদিন ছাত্র-ছাত্রীদের যে মিড-ডে মিল দেওয়া হয়েছিল সেই খাবারে পোকা ছিল। সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। তাদের বমি ও পেটব্যথা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়।”
অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে এদিন মিড-ডে মিলের যে রান্না করা হয়েছে তা স্বীকার করে নিয়েছেন খোদ প্রধান শিক্ষিকা উমা পাল। তিনি বলেন, ”মিড-ডে মিলের খাবারে পোকা পাওয়া যাওয়ার অভিযোগ সঠিক। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া ১৫ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষকরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।”
সমস্ত ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। আর এখানেই প্রশ্ন উঠছে, সব কিছু জেনেও কীভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রান্না করার অনুমতি দেওয়া হল? যদিও এহেন গুরুতর অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।