নাম কি রয়েছে? জানতে অফিসে ভিড়, তৃণমূল কাউন্সিলর দেখলেন ২০০২ তালিকায় তাঁরই নাম নেই
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কি না, জানতে কাউন্সিলরের অফিসে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারা। সেই তালিকা মিলিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ কাউন্সিলরের। কারণ তালিকায় নাম নেই খোদ তাঁর। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে।
বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস ভদ্র। তিনি ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই ওয়ার্ডেরই ভোটারও তিনি। তাঁর অফিসে এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছেন, তালিকায় নাম আছে কি না, তা জানতে। তবে তালিকায় নাম খুঁজতেই দেখা যায় নাম নেই তাপস ভদ্রেরই। এই ঘটনায় ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তিনি। কারণ সেই তালিকায় নাম রয়েছে তাঁর পরিবারের। এমনকী তাঁর মৃত বাবারও নাম রয়েছে। এই ঘটনায় বারুইপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। তাপস ভদ্র বলেন, “আমি দুইবারের জনপ্রতিনিধি। কিন্তু আমারই নাম নেই। কেন্দ্রীয় সরকারের চক্রান্তের শিকার আমি। নির্বাচন কমিশন কি ঘুমন্ত?”
এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্ব যে অভিযোগ করছে তা কি সত্যি, বিজেপির কারসাজিতে ভোটার তালিকায় নামের কারচুপি করা হচ্ছে? বিজেপির চাপে কমিশন এই কাজ করছে, ইচ্ছাকৃত বৈধ নাগরিকের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে? উঠে আসছে এই প্রশ্ন। যদিও এই ঘটনায় কমিশনের কোনও উত্তর পাওয়া যায়নি।