• প্রেম করে বিয়ের ছ’মাসের মধ্যেই পরকীয়া! বধূকে পিটিয়ে মারার অভিযোগে আটক স্বামী
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: এক গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বধূর স্বামীকে আটক করেছে। মৃতার নাম রিয়া মণ্ডল। এদিকে শ্বশুরবাড়ির তরফে অভিযোগ, ওই বধূ পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই বিষয়টি জানার পরেই গৃহবধূ ‘আত্মঘাতী’ হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারীতে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার কচুখালি ৬ নম্বর এলাকার রিয়া বরকন্দাজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুমিরমারীর বাঘনা পাড়ার অনিমেশ মণ্ডলের। প্রেমের সম্পর্ক গাঢ় হতেই গত ছ’মাস আগে বিয়ের পিঁড়িতে বসে রিয়া ও অনিমেশ। অভিযোগ, সোমবার রাতে ওই দম্পতির মধ্যে বচসা হয়েছিল। রাতে তাঁদের ঘর থেকে উদ্ধার হয় ওই বধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ! স্বামী অনিমেষের চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান। ওই বধূকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন ওই চিকিৎসক।

    বধূর বাপেরবাড়িতে ওই খবর দেওয়া হয়। রিয়ার বাপেরবাড়ির লোকজন ঘটনাস্থলে যায়। সুন্দরবন কোস্টাল থানার পুলিশও ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, রিয়াকে পিটিয়ে মারা হয়েছে। এরপর বিষয়টি ‘আত্মহত্যা’ বলে চালানোর জন্য গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে! অন্যদিকে মৃতার শ্বশুরবাড়ির তরফে অভিযোগ, ওই বধূ কারও সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন। সেই বিষয় জানাজানির পর স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপরই রিয়া আত্মঘাতী হয়েছেন! পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য অনিমেশ মণ্ডলকে আটক করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)