এসআইআর আটকালে বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি শুভেন্দুর
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: এবার এসআইআর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার বিকেলে পানিহাটিতে মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। মিছিল শেষে একটি সভাও হয়েছিল। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।
রাজ্যের বিরোধী দলনেতা জানান, এসআইআর নিয়ে তৃণমূল বিশৃঙ্খলা করলে চূড়ান্ত ভোটার তালিকা বেরবে না। আর ভোটার লিস্ট না বেরলে ভোট হবে না। তাহলে আগামী ৪মে রাত ১২টার পর রাষ্ট্রপতি শাসন চালু হবে। শুভেন্দুর কথায়, “এসআইআর নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের একটাই কথা বলব, তৃণমূল যদি ভণ্ডুল করার চেষ্টা করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। দায়িত্ব বিজেপির নয়। মারামারিতে জড়াবেন না। “
শুভেন্দু এদিন পরিসংখ্যান দিয়ে জানান, গত ২০২১ সালের ৫ মে বাংলায় সরকার গঠন হয়েছিল। সেজন্য ২০২৬ সালের ৪মে রাত বারোটার মধ্যে রাজ্যে সরকার গঠন করতে হবে। এজন্য ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিশৃঙ্খলা করে যদি এসআইআর করতে দেওয়া না হয়, সেজন্য ভোটার তালিকা বেরবে না। আর ভোটার তালিকা না বেরলে ভোট হবে না। সরকার গঠন না হলে ৪মে রাত ১২টার পর রাষ্ট্রপতি শাসন হবে। রাজ্যে এসআইআর আটকানো যাবে না। এদিনের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।শুভেন্দু বলেন, “বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা এদের একজনের নামও ভোটার তালিকায় থাকবে না। হিন্দু শরণার্থীদের জন্য ভারতবর্ষ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে ঠাকুরনগরে কথা দিয়েছিলেন সিএএ হবে। ২০২৪ সালে সিএএ চালু হয়েছে।”
অনুপ্রবেশ আটকাতে বাংলাদেশের সীমানায় কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকারের জমি না দেওয়াকেই এদিন দায়ী করেন শুভেন্দু। পানিহাটির আগরপাড়ায় প্রৌঢ় প্রদীপ করের আত্মঘাতী হওয়ার ঘটনার সঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই। সেই মন্তব্যও করেন তিনি। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোডের তেঁতুলতলা মোড় পর্যন্ত মিছিল ছিল। বিজেপির মিছিলে তৃণমূলের সঙ্গে স্বদেশ মোড়ের কাছে বিবাদ বাদে বলে অভিযোগ। সেখানে উপস্থিত তৃণমূল ও মিছিলে থাকা বিজেপি কর্মীরা স্লোগান পাল্টা স্লোগানে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ গিয়ে সামাল দেয়।