নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে আক্রান্ত পুলিশ! আহত একাধিক পুলিশকর্মী
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
রমণী বিশ্বাস, তেহট্ট: সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করতে গিয়ে বিএসএফের হাতে আক্রান্ত পুলিশ! অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে কফ সিরাপ উদ্ধার অভিযানে গেলে পুলিশকে বাধা দেয় সীমান্ত রক্ষী বাহিনী। এমনকী পুলিশকর্মীদের মারধরও করা হয়। বিএসএফের মারে জখম পুলিশের ২ এসআই-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া এলাকার ঘটনা। এই ঘটনায় একজন বিএসএফ কর্মীকে আটক করে চাপড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা যায়, করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রীবোঝাই বাসে নিষিদ্ধ কফ সিরাপ আসছিল। সেই খবর পেয়ে চাপড়া থানার পুলিশ তাদের ধাওয়া করে। সীমানগরে যেখানে বিএসএফের ক্যাম্প সেখানে গাড়িটিকে আটক করে পুলিশের পক্ষ থেকে বাস থেকে ফেনসিডিল নামানো হয়। তখনই বিএসএফ কর্মীরা এসে সেই ফেনসিডিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। বিএসএফ কর্মীদের মারে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন।
এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা, একদিকে রাজ্য পুলিশের তৎপরতা অপরদিকে কেন্দ্রীয় বাহিনী ও নিজেদের প্রস্তুত করতে হাই অ্যালার্ট জারি করেছে। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বিএসএফের ডিজি। উল্লেখ্য, রাজ্যের শাসকদল বিএসএফের ভূমিকা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে চাপড়ায় যেভাবে পুলিশের কাজে বাধা দিয়ে তাদেরই মারধর করার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে, তা নিয়ে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর তৈরি হতে পারে।