বাড়িতে নেই? ফিরে গিয়েছেন BLO? কমিশন নিযুক্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন এভাবে
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্ক উদ্বেগের মধ্যেই আজ মঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। আজ মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলও-রা৷ একদিকে ভোটারের সশরীরে উপস্থিতি মিলিয়ে দেখবেন তাঁরা অন্যদিকে এনুমারেশন ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে পৌঁছে দেবেন। বিএলওদের সঙ্গে থাকবেন বিএলএ বা রাজনৈতিক দলগুলির এজেন্টরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট বিএলওদের কাছে ভোটারের সমস্ত তথ্য থাকবে। একবার নয়, তিনবার করে একজন ভোটারের কাছে যাবেন নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিকরা।
কিন্তু সেই সময় যদি বাড়িতে না থাকেন? তাহলে ভাবছেন তো কী হবে? বিএলওর সঙ্গে দেখা না হলে নাম বাদ পড়বে না তো? চিন্তার কিছু নেই। খুব সহজেই নির্বাচন কমিশন নিযুক্ত বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পেয়ে যাবেন ফোন নম্বরও। কয়েকটি ধাপেই এই প্রক্রিয়া করা সম্ভব। একনজরে জেনে নিন প্রক্রিয়াগুলি কী কী?
বিএলও’র সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে?
এজন্য প্রথমেই সিইও দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটটি হল- https://ceowestbengal.wb.gov.in/।
সেখানে থাকা Electors অপশনে ক্লিক করতে হবে।
এরপর Find Your Name on the Electoral Roll অপশনে ক্লিক করতে হবে।
সঙ্গে সঙ্গে voters’ service portal নামে একটি পেজ খুলে যাবে।
সেখানে এপিক নম্বর-সহ রাজ্য, ভাষা সংক্রান্ত তথ্য দিন
এছাড়াও মোবাইল নম্বর দিয়ে কিংবা বিস্তারিত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, বিধানসভা কেন্দ্র দিয়েও খুব সহজে আপনার এলাকায় বিএলও কে তা যেমন জেনে নিতে পারবেন। তেমনই মোবাইল নম্বরও পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজেই বিএলওদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে।