• পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ, গ্রেপ্তার যুবক
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • পণের দাবিতে স্ত্রীকে খুনের অভিযোগ। পুলিশের জালে মূল অভিযুক্ত। মঙ্গলবার সকালে হলদিয়ার দুর্গাচক থানা এলাকার হরিপুরের ঘটনা। মৃতের নাম মধুশ্রী মাইতি গুছাইত (২৫)। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী দীপঙ্কর গুছাইত (৩০) প্রতিনিয়ত মধুশ্রীর উপরে অত্যাচার করত। ২৯ অক্টোবর সকালে তাঁকে বিষ খেতে বাধ্য করেছেন দীপঙ্কর, অভিযোগ এমনটাই। তমলুকের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ওই বধূকে। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃতার মা বেলা মাইতির অভিযোগ, জামাই দীপঙ্কর গুছাইত (৩০) যৌতুকের দাবিতে তাঁর মেয়ের উপরে অত্যাচার করত। দিনের পর দিন এই ধরনের অত্যাচারে মানসিক ভাবে ভেঙে পড়েন তাঁর মেয়ে। অত্যাচার,অশান্তি সহ্য করতে না পেরে বিষ খেয়েছেন তাঁর মেয়ে। মধুশ্রীর মৃত্যুর জন্য তিনি দীপঙ্করকে দোষারোপ করেছেন।

    হলদিয়া শিল্প তালুকের এক বেসরকারি শিল্প সংস্থার অস্থায়ী কর্মী দীপঙ্কর। ২০১৯ সালে চৈতন্যপুর গ্রামের মধুশ্রী মাইতি সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের চার বছরের এক শিশুসন্তানও রয়েছে। মধুশ্রীর পরিবারের দাবি,কয়েক লক্ষ টাকা খরচ করে সোনার গয়না, খাট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যৌতুক গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মধুশ্রীর উপরে লাগাতার পণের জন্য অত্যাচার করতেন দীপঙ্কর, অভিযোগ এমনটাই। মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় দীপঙ্করকে। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

  • Link to this news (এই সময়)