• উত্তরবঙ্গের দুর্যোগে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দান প্রাক্তন শিক্ষিকার
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • দিন কয়েক আগেই ভয়াবহ দুর্যোগ হয়েছে উত্তরবঙ্গে। ভেসে গিয়েছে ঘরবাড়ি। সব কিছু হারিয়ে রাস্তায় বসতে হয় বাসিন্দাদের। এই বাসিন্দাদের সাহায্যে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। সেই আবেদনে সাড়া দিয়ে এক লক্ষ টাকা দান করলেন এক প্রাক্তন শিক্ষিকা। মঙ্গলবারই এই জন্য তিনি চেক তুলে দিয়েছেন হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীর হাতে।

    যিনি এই সাহায্য করেছেন তাঁর নাম প্রীতিকণা মজুমদার। ৮৬ বছরের প্রীতিকণা মজুমদার বাঁশবেড়িয়ার বাসুদেবপুর প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষিকা। ২৩ বছর চাকরি। তারপর অবসর। নিঃসন্তান এই বৃদ্ধা একাই থাকেন।

    এখন কানে কম শোনেন তিনি। বয়সের ভারে শরীর ভেঙে পড়েছে। তবুও টেলিভিশনের পর্দায় উত্তরবঙ্গের দুর্যোগের খবর দেখে মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর। খবরে সব হারানো মানুষের কষ্ট দেখেছেন তিনি। সেই সঙ্গেই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে সেই সব মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। শুনেছেন তাঁদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর আবেদনের কথাও। তার পরেই তাঁদের সাহায্যের জন্য অর্থ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

    এখন যা পেনশন পান তাই দিয়েই নিজের সমস্ত খরচ চালান এই প্রাক্তন শিক্ষিকা। সেই পেনশনের টাকা থেকে নিজের খরচ বাঁচিয়ে তিনি এক লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। প্রীতিকণা মজুমদার বলেন, ‘আমি কোনও রাজনীতি বুঝি না। দেশ এং দশের জন্য কাজই আসল কাজ।’

    এক সময়ে তিনি থাকতেন অধুনা বাংলাদেশে। সেখানে একটি হাইস্কুলের শিক্ষিকা ছিলেন ছিলেন তিনি। পরে চলে আসেন এই দেশে। থাকতে শুরু করেন বাঁশবেড়িয়ায়। বাসুদেবপুর প্রাইমারি স্কুলে ২৩ বছর চাকরি করেছেন তিনি।

    যে ভাবে এই বৃদ্ধা তাঁর পেনশনের টাকা থেকে এই সাহায্য করেছেন তাতে আপ্লুত বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান।

  • Link to this news (এই সময়)