লখনউ: গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। উত্তরপ্রদেশের বরাবাঁকির এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৬। গুরুতর আহত আরও দু’জন। জানা যাচ্ছে, সোমবার রাতে কানপুর থেকে ফতেহপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। রাত ১০ টা নাগাদ দেবা-ফতেহপুর রোডে দুর্ঘটনা ঘটে। এসপি অর্পিত বিজয়ভারগিয়া জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি ট্রাকের নীচের অংশে আটকে যায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চার আরোহীর। হাসপাতালে আরও ২ জনকে মৃত ঘোষণা করা হয়। গাড়ির বাকি দুই আরোহী আশঙ্কাজনক অবস্থায় লখনউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। জেলা শাসক শশাঙ্ক ত্রিপাঠী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে গাড়িটিই সজোরে ট্রাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। পলাতক ট্রাকের চালক।