• ডিসেম্বরেই মানবহীন অভিযানে যাবে ব্যোমমিত্র, জানাল ইসরো
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • বেঙ্গালুরু: ‘গগনযান’-এর মাধ্যমে মহাকাশে নভোশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। মূল অভিযানের আগে তিনটি মানবহীন যান পাঠাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আগামী ডিসেম্বরেই হবে প্রথম উৎক্ষেপণ। প্রথম মানবহীন অভিযানের অংশ থাকবে হিউমানয়েড রোবট ‘ব্যোমমিত্র’। রোবটটিকে মহাকাশে নিয়ে যাবে এলভিএম৩ রকেট। রবিবার এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। একইসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচমাসে সাতটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। ইসরো চেয়ারম্যানের কথায়, ‘গগনযান নিয়ে ৯০ শতাংশের বেশি কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মানুষ পাঠানোর আগে তিনটি মানবহীন অভিযান হবে। প্রথম অভিযান নিয়ে জোরকদমে কাজ চলছে। এই প্রথম মহাকাশযাত্রার অন্যতম অংশ থাকবে রোবট ব্যোমমিত্র। হার্ডওয়ার সহ বিভিন্ন যন্ত্রাংশ ইতিমধ্যে শ্রীহরিকোটায় পৌঁছে গিয়েছে। বর্তমানে সেগুলিকে অ্যাসেম্বল করার কাজ চলছে।’

    ‘গগনযান’এর প্রস্তুতি পর্বের পাশাপাশি পাঁচমাসে সাঁতটি অভিযান রয়েছে ইসরোর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্লুবার্ড-৬ নামক একটি কৃত্রিম উপগ্রহ মাহাকাশে পাঠানো হবে। উপগ্রহটি তৈরি করেছে মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অভিযান সফল হলে মোবাইল টাওয়ারের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। এবিষয়ে নারায়ণন বলেন, ‘সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে এই উপগ্রহ। উৎক্ষেপণের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী চলছে।’ ব্লুবার্ড ছাড়াও আরও বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাবে ইসরো।
  • Link to this news (বর্তমান)