• মালগাড়িতে ধাক্কা যাত্রীবাহী ট্রেনের, মৃত ৭, করমণ্ডলের স্মৃতি উস্কে রেল দুর্ঘটনা ছত্তিশগড়ে
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • রায়পুর: মালগাড়ির উপর উঠে পড়েছে যাত্রীবাহী ট্রেন। দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের সামনের অংশ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জলের বোতল, টিফিন বাক্স, রুটি-তরকারি। রেল ট্র্যাকের পাশে পড়ে রক্তাক্ত দেহ। হাতে-পায়ে চোট। রক্তে ভিজেছে জামা। তখনও ট্রেনের ওই ভাঙাচোরা অংশ দিয়ে প্রাণপণে বেরনোর চেষ্টা করছে অনেক যাত্রী। মঙ্গলবার বিকেলে এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড়ের বিলাসপুর। মনে করিয়ে দিল ২০২৩ সালে ওড়িশার বালেশ্বরের বাহানাগায় ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা। এদিন যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির সংঘর্ষে মোট সাতজনের মৃত্যু হয়েছে। আহত ১০-১২ জন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। মৃতের 

    সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

    এই ঘটনা রেলের যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। এদিনের দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবার বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। আর সেইসময় কোরবা প্যাসেঞ্জার ট্রেনটি একই লাইনে চলে আসে। সজোরে সংঘর্ষের পর ট্রেনের সামনের অংশ কামরাটি মালগাড়ির উপরে উঠে যায়। দুমড়ে মুচড়ে যায় প্রথম কামরা। প্যাসেঞ্জার ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। কিছুটা এমন ধরনের দৃশ্য দেখা গিয়েছিল বাহানাগাতেও। 

    দুটি ট্রেনে সংঘর্ষের বিকট আওয়াজ ও যাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধার কাজ। পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও রেলের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং জানান, ‘এপর্যন্ত মোট সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয়  পুলিশ, রেলের লোকজন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলেই অনেকের চিকিৎসা শুরু করে মেডিকেল টিম। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

    সংঘর্ষের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওভারহেডের বিদ্যুৎ তার ও রেল সিগন্যালিং সিস্টেম। ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বহু ট্রেন বাতিল হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে কিছু দূরপাল্লার ট্রেন। রেলের তরফে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৫ লক্ষ ও যাঁরা অল্পবিস্তর চোট পেয়েছেন তাঁদের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)