বিহারে প্রথম দফার প্রচার শেষ, আগামী কাল ভোট ১২১ আসনে
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
পাটনা (পিটিআই): আগামীকাল, বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার সন্ধ্যা ছ’টায় শেষ হল এই আসনগুলির প্রচারপর্ব। শেষদিনে প্রচারে ঝড় তুল শাসক ও বিরোধী— উভয় শিবিরই।
প্রথম দফার প্রচার শেষের আগে এদিন তিনটি জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচটি সভায় বক্তব্য রাখেন। একটি জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি একটি রোড শো করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী শেষদিনে জনসভা করলেন তিনটি জায়গায়। শেষ বেলায় বিহারে বিজেপির মহিলা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতা করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একাধিক সভা করলেন জেডিইউ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রথম দফার প্রচারের শেষদিনে ঝড় তুললেন আরজেডি নেতা তথা বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবও। এছাড়া শেষদিনের প্রচারে বিহারে নির্বাচনী সভা করলেন অসম উত্তরপ্রদেশ ও দিল্লির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, যোগী আদিত্যনাথ ও রেখা গুপ্তা। বিজেপির হয়ে প্রচার সারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
৬ নভেম্বর প্রথম দফায় যে আসনগুলিতে ভোটগ্রহণ হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল তেজস্বী যাদবের রাঘোপুর, তাঁর দাদা তেজপ্রতাপের মাহুয়া আসন। এছাড়া বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে। এই দফাতেই ভোট হবে আলিনগর আসনে। এখানে বিজেপির টিকিটে লড়ছেন লোকসংগীত শিল্পী মৈথিলি ঠাকুর। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা প্রার্থী হয়েছেন লাখিসরাই কেন্দ্রে। প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে মোকামা আসনে। এখানে জেডিইউয়ের টিকিটে লড়ছেন বাহুবলী নেতা অনন্ত সিং। ঘটনাচক্রে, জন সুরাজ পার্টির কর্মীকে খুনের ঘটনায় ভোটের মুখে গ্রেপ্তার হয়েছেন জেডিইউয়ের এই বাহুবলী নেতা। এছাড়া প্রথম দফাতে রঘুনাথপুর আসনে আরজেডির টিকিকে লড়ছেন গ্যাংস্টার থেকে রাজনীতিতে পা রাখা প্রয়াত মহম্মদ সাহাবুদ্দিনের পুত্র ওসামা সাহাব।