মকর সংক্রান্তিতে মহিলাদের অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা, প্রতিশ্রুতি তেজস্বীর
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
পাটনা: মঙ্গলবার প্রথম দফার ভোট প্রচারের শেষলগ্নে চমক বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের। আরজেডি নেতার প্রতিশ্রুতি, ক্ষমতায় এলেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। আগামী বছরের ১৪ জানুয়ারি মহাসংক্রান্তি। ওই দিনই মহিলাদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যেই রোজগার যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছে নীতীশ সরকার। এর পালটা মহিলা ভোটারদের মনজয়ে ‘মাই-বহিন’ যোজনার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে এর মাধ্যমে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। সেই প্রকল্পে এক বছরের ৩০ হাজার টাকা এককালীন মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তেজস্বী। এদিকে, জাতিগত বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব রাহুল গান্ধী। তাঁর দাবি, উচ্চবর্ণের ১০ শতাংশের হাতেই রয়েছে সেনা ও বিচার বিভাগের নিয়ন্ত্রণ। জনসংখ্যার ৯০ শতাংশই অনগ্রসর। তাঁরা ক্ষমতা থেকে বঞ্চিত।