বিরোধীদের বাইরে বেরতে দেবেন না, শাসানি মোদি সরকারের মন্ত্রীর
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
পাটনা: ‘বিরোধী দলের বেশ কয়েকজন নেতা আছেন। ভোটের দিন তাঁদের বাড়ির বাইরে বেরতে দেবেন না। কাকুতি-মিনতি করলে, তাঁদের বুথে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। পরে আবার বাড়িতে ঢুকিয়ে দিয়ে যাবেন।’ বিহারে বিধানসভা ভোটের আগে দলীয় কর্মী-সমর্থকদের এমনই নিদান দিয়েছেন জেডিইউ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের শাসক দলের নেতার শাসানির সমালোচনায় সরব হয় বিরোধীরা। লালনের এই হুমকি নির্বাচন কমিশনের ‘বুকের উপর দিয়ে বুলডোজার চালানো’র শামিল বলে তারা মন্তব্য করে। অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার দাবি জানায় আরজেডি। বিরোধীদের চাপে লালনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। জানা গিয়েছে, জন সুরাজ পার্টির সমর্থক দুলারচাঁদ যাদবকে খুনের অভিযোগে আপাতত জেলে রয়েছেন মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং। তাঁর অবর্তমানে মোকামার দায়িত্ব নিয়েছেন নীতীশ কুমারের ঘনিষ্ঠ নেতা লালন। তাঁর মন্তব্য নিয়ে কমিশনকে কটাক্ষ করে আরজেডি মুখপাত্র প্রিয়াঙ্কা ভারতী বলেন, ‘ঘুম থেকে উঠে দয়া করে এই ভিডিওটি দেখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’