নভেম্বরের তৃতীয় সপ্তাহে গঠিত হবে বঙ্গ বিজেপির রাজ্য কমিটি
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলবিরোধী মন্তব্য বরদাস্ত নয়। দলের প্রতি আনুগত্য থাকলে তবেই বঙ্গ বিজেপির নয়া রাজ্য কমিটিতে স্থান মিলবে। মঙ্গলবার বঙ্গ বিজেপির জন্য এমনই রূপরেখা তৈরি করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হতে চলেছে। মঙ্গলবার দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই নতুন রাজ্য কমিটি তৈরি হয়ে যাবে। আমরা কোনও মাপকাঠিতে বিশ্বাসী নই। দলের প্রতি আনুগত্য এবং সক্রিয়তাই শেষ কথা হবে। তবে উত্তরবঙ্গের উপর বিশেষ গুরুত্ব অবশ্যই থাকবে।’
রাজনৈতিক সূত্রের দাবি, রাজ্য পার্টির নেতৃত্বকে বিজেপির কেন্দ্রীয় নেতারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নয়া কমিটি গঠনের ক্ষেত্রে ‘আদি’ এবং ‘নব্য’ নেতা—এই দু’টি মাপকাঠির কোনও প্রয়োজন নেই। বরং রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অনুগত এবং সক্রিয়— এই দু’টি যোগ্যতার উপর ভিত্তি করেই কমিটি গঠন করা হোক। রাজ্য কমিটি গঠন নিয়ে দলীয় নেতৃত্বের এহেন অবস্থানে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়েই।
ইতিপূর্বে দিলীপবাবুর একের পর এক বেফাঁস মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। তাঁকে বিভিন্ন সময় ‘সতর্ক’ও করা হয়েছে। এপ্রেক্ষিতেই দলের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে, দিলীপ ঘোষকে সম্ভবত ছেঁটেই ফেলতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার দিল্লিতে বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গে দলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে বৈঠক হয়েছে শমীকবাবুর। ওই বৈঠকেই দলের নতুন রাজ্য কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।