নয়াদিল্লি: সাম্প্রতিক একটি প্রবন্ধে ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের রমরমাকে তুলোধোনা করেছন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। এজন্য নিজের দল কংগ্রেসকেও রেয়াত করেননি কেরলের এই সাংসদ। সমালোচনা করেছেন সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল ও ন্যাশনাল কনফারেন্সকেও। ‘ইন্ডিয়ান পলিটিক্স আর এ ফ্যামিলি বিজনেস’ শীর্ষক এই প্রবন্ধে থারুর লিখেছেন, ‘পরিবারতন্ত্রের রাজনীতি ভারতীয় গণতন্ত্রের জন্য বড় বিপদ।’ থারুরের এই ‘অকপট’ বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা। তবে একইসঙ্গে থারুরকে সতর্কও করেছেন তিনি। পুনাওয়ালা এক্স হ্যান্ডলে লিখেছেন,আপনি ‘খতরোঁ কি খিলাড়ি’ হয়ে উঠেছেন। সরাসরি গান্ধী পরিবারের নাম না নিয়ে এই বিজেপি মুখপাত্রের তোপ, ‘ফার্স্ট ফ্যামিলি’ কিন্তু খুবই প্রতিহিংসাপরায়ণ! উল্লেখ্য, একসময় কংগ্রেসের তরুণ তুর্কি নেতা হিসেবে পরিচিত পুনাওলায়ার সঙ্গে গান্ধী পরিবারের সংঘাত হয় ২০১৭ সালে। কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনকে ‘লোক দেখানো’ বলে কটাক্ষ করে চক্ষুশূল হন তিনি।