• কাশির সিরাপ উদ্ধারকে ঘিরে চাপড়ায় পুলিসকে পেটাল বিএসএফ, জখম ২
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পাচারের সময় কাশির সিরাপ উদ্ধারের কৃতিত্ব নিতে মরিয়া বিএসএফ পুলিশকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাপড়া থানার সীমানগরে নজিরবিহীন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ দু’জন জখম হয়েছেন। জখমদের চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশকে মারধর করার অভিযোগে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। 

    কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে বলেন, আমরাই প্রথম এই পাচারের খবর জানতে পারি। সেইমতো অভিযান চালিয়ে পাচারকারীদের আটকানো হয়। পাচারের সামগ্রী সিজ করার সময় বিএসএফ হাজির হয়। তারা পুলিশের কাজে বাধা দেয়। পুলিশকে মারধর পর্যন্ত করে। তাতে দু’জন পুলিসকর্মী জখম হয়েছেন। ঘটনায় অভিযুক্ত এক বিএসএফ অফিসারকে আটক করা হয়েছে। এব্যাপারে বিএসএফের উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।  

    স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, করিমপুরের দিক থেকে একটি গাড়িতে করে কাশির সিরাপ চাপড়ার দিকে পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সীমানগর এলাকায় ঘাঁটি গাড়ে চাপড়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তখন সেই গাড়িটি থেকে কাশির সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযোগ, ঠিক সেইসময় সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন জওয়ান এসে পুলিশকে বাধা দেয়। বাজেয়াপ্ত করা সিরাপ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেইসময় আচমকাই বিএসএফ রড দিয়ে এক পুলিশ আধিকারিককে মারধর করে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। 

    খবর পেয়ে পুলিশ ও বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কাশির সিরাপ পাচারের খবর তারাই প্রথম পেয়েছিল। তবে অফিসারের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়। পুলিশের আগেই তারা অভিযান শুরু করেছিল। বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি রাজীব প্রতিহাস্ত বলেন, মারধরের ঘটনা ঘটেনি। তবে পাচারের তথ্য আমরা আগে পেয়েছিলাম। আমাদের অফিসার হয়তো সময়মতো পৌঁছতে পারেননি। কিন্তু ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)