নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর-বারাসত রোডে যানজট লেগেই আছে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যাবেলা রাস্তাটি দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে দাঁড়ায়। মসজিদ মোড়, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা, মাঠপাড়া প্রভৃতি এলাকায় তীব্র যানজট হয়। তাই বারাকপুর ট্রাফিক পুলিশ ওই রাস্তায় টোটো চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে বারাকপুর ফ্লাইওভারে টোটো চলাচল কার্যত ওয়ান ওয়ে করা হল। সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত বারাকপুর স্টেশন থেকে কোনও টোটো লালকুঠি ফ্লাইওভার ধরে ওয়ারলেস মোড়ের
দিকে যেতে পারবে না। আবার বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ওয়ারলেস মোড় থেকে কোনও টোটো উড়ালপুল ধরে বারাকপুর স্টেশনের দিকে আসতে পারবে না। এই দুই সময়ে টোটো যাবে জে আর আর রোড দিয়ে ১৭ নম্বর রেলগেট পার হয়ে। তবে ট্রাফিক পুলিশের এই সিদ্ধান্তে টোটোচালকরা মোটেই খুশি নন। এদিন সকালে ট্রাফিক পুলিশের সঙ্গে টোটোচালকদের কথা কাটাকাটি এবং তা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যাপারে আইএনটিটিইউসির বারাকপুর শহর সভাপতি শুভেন্দু চৌধুরী বলেন, আমাদের এই শহরে কমপক্ষে ৪০০০ টোটো চলে। রুটি রুজির টানে মানুষ টোটো বের করেছে। তাদের নিয়ন্ত্রণে
আনার জন্য ট্রাফিক পুলিশ একটি নিয়ম করেছে। ট্রাফিক পুলিশের
অফিসারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে ওঁরা যে প্রস্তাব দিয়েছেন, বা পরীক্ষামূলকভাবে যা চালু হয়েছে, সেটি সফল হবে না। ১৭ নম্বর রেলগেট দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। সমস্যায় পড়তে হবে টোটোচালক এবং যাত্রীদের। বিষয়টি নিয়ে সবার সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হতো। এ ব্যাপারে ডিসি ট্রাফিক অম্লানকুসুম ঘোষ বলেন, বারাকপুর-বারাসত রোডে খুবই যানজট হচ্ছে। তাই পরীক্ষামূলকভাবে একটি পরিকল্পনা করা হচ্ছে। এখনও চূড়ান্ত কিছু করা হয়নি। আরও কয়েকদিন দেখে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।