• মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগ, গ্রেফতার সাত
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলায় বেআইনি কল সেন্টারকে সামনে রেখে মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে সাতজনকে গ্রেফতার করল লালবাজার। ধৃতরা কড়েয়া, বেনিয়াপুকুর, তালতলা, পার্ক স্ট্রিট, বারুইপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

    সোমবার গভীর রাতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তিলজলা থানা এলাকায় সি এন রায় রোডের এক বহুতলে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, সস্তায় অ্যান্টি ভাইরাস বিক্রির টোপ দিয়ে মার্কিন নাগরিকদের ফাঁদে ফেলা হতো। তারপর তাঁদের থেকে ডলার আদায় করতেন এই জালিয়াত চক্রের সদস্যরা, জানান কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। ধৃতদের কাছ থেকে ৩টি ল্যাপটপ, ৯টি মোবাইল, একটি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)