খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, গ্রেফতার বন্ধু
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: দু’দিন ধরে নিখোঁজ ছিলেন ফিরোজ লস্কর (২৯) নামে এক যুবক। শেষে মঙ্গলবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, বারুইপুর মল্লিকপুরের আকনা খাল থেকে উদ্ধার হল তাঁর দেহ। এলাকার বাসিন্দারা দেহটি খালে দেখে পুলিশকে খবর দেন। বারুইপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের লোকজন এদিন থানায় খুনের অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ফিরোজের বন্ধু আফতাবকে গ্রেফতার করেছে। এই আফতাব মল্লিকপুরের মাংস ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে খবর। কেন এই খুন, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের ফরিদপুর লস্করপাড়ার বাসিন্দা ফিরোজ। তিনি সোনারপুর স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে হকারি করতেন। এদিন তাঁর স্ত্রী জুবেদা বিবি বলেন, রবিবার সকালে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন স্বামী। এরপরে দুপুরে ফোন করে জানিয়েছিলেন, দেরি হবে বাড়ি ফিরতে। বিকেলের পরে আর তাঁর ফোনে যোগাযোগ করা যায়নি। এরপরে অনেক খোঁজ করি।
সোমবার রাতে বারুইপুর থানায় নিখোঁজের অভিযোগ করি। জুবেদা বিবি আরও বলেন, পরে জানা গিয়েছে আফতাব বলে মল্লিকপুরের এক বন্ধুর সঙ্গে বাইকে করে মদ্যপানের আসরে গিয়েছিলেন স্বামী। ওই আফতাব সব জানে। পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে। এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।