• ব্যক্তিগত জমিতে জল প্রকল্প তৈরির অভিযোগ
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ব্যক্তি মালিকানাধীন জমিতে জোর করে জলপ্রকল্প করার অভিযোগ উঠেছে বাসুদেবপুর থানার শ্যামনগরের কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের পলতাপাড়ায়। অভিযোগ, শেখ সিরাজউদ্দিনদের শরিকি জমির উপর পঞ্চায়েতের উদ্যোগে পরিস্রুত সৌর জলপ্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু জমির মালিকদের বাধায় কাজ থমকে গিয়েছে। পুলিশ এসে বোরিং বন্ধ করে দিয়েছে। জমির মালিক শেখ সিরাজউদ্দিনের দাবি, অনুমতি ছাড়াই তাঁদের জমির উপর জলপ্রকল্প গড়তে চাইছেন উপপ্রধান শেখ ইমতিয়াজ আলি। বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত থেকে নির্মাণ কার্য আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

     শেখ সিরাজউদ্দিন আশঙ্কা করছেন, ফের ওই জায়গায় প্রকল্পের কাজ শুরু হতে পারে। তিনি প্রচুর বাঁশ কেটে ফেলারও অভিযোগ করেছেন। কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজ আলি বলেন, ১৯৭০ সাল থেকে ওখানে একটি টিউবওয়েল আছে। ইদানীং ওই টিউবওয়েল থেকে আয়রন জল পড়ছে। গ্রামবাসীদের দাবি মেনে টিউবওয়েলের পাশে পঞ্চায়েতের উদ্যোগে পরিস্রুত পানীয় জলপ্রকল্পের কাজ শুরু করা হয়েছিল। পিছনের জমির মালিক আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত থেকে নির্মাণ কাজে স্থগিতাদেশ দিয়েছে। কাজ বন্ধ রাখা হয়েছে। বাঁশ গাছ কাটার বিষয়ে উপপ্রধান শেখ ইমতিয়াজ আলি বলেন, সৌর জলপ্রকল্পের কাজ হচ্ছিল। সূর্যের আলোর প্রয়োজনে কিছু ঝুঁকে পড়া বাঁশ গাছ কাটা হয়েছিল। ১০০-১৫০ বাঁশ গাছ কাটার অভিযোগ মিথ্যে।
  • Link to this news (বর্তমান)