সংবাদদাতা, কাকদ্বীপ: রেশনে দেওয়া আটার গুণগত মান খারাপ। এমন অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি এলাকায় দুয়ারে রেশন দেওয়া হচ্ছিল। সেখানে রেশন নেওয়ার সময়েই গ্রাহকরা তীব্র ক্ষোভ জানান। তাঁরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে রেশন থেকে যে আটা দেওয়া হচ্ছে, তা খাওয়ার যোগ্য নয়। তবে চালে কোনও সমস্যা নেই। এ বিষয়ে ডিলারকে বারবার বলেও কোনও সুরাহা হয়নি।
এক গ্রাহক সমরেশ ভুঁইয়া বলেন, রেশন থেকে দেওয়া আটা একেবারেই খাওয়া যাচ্ছে না। রুটি কিংবা অন্য কিছু বানালে স্বাদ তেতো লাগছে। এমনকী আটায় হাত দিলে ধানের কুঁড়ার মতো খসখসে লাগছে। বাধ্য হয়ে রেশনের আটা বাড়িতে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিলারকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু সেই একই আটা এখনও দেওয়া হচ্ছে। অবিলম্বে এই আটা পরিবর্তন করতে হবে।রেশন ডিলার বিশ্বজিৎ দাস বলেন, গ্রাহকেরা এই আটার গুণগত মান নিয়ে আগেও আমাকে অভিযোগ করেছিলেন। আমি বিষয়টি খাদ্যদপ্তরকে জানিয়েছি। কিন্তু তারপরেও দপ্তর থেকে এই আটা পাঠানো হয়েছে। এদিকে গ্রাহকরা আমার উপর রেগে যাচ্ছেন। আমি ফের এই আটার বিষয়ে খাদ্যদপ্তরকে জানাব। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। যদি এমন হয়ে থাকে, তাহলে খাদ্যদপ্তরকে জানানো হবে।