• খাল সংস্কার নিয়ে পুরসভায় যৌথ বৈঠক, হবে পরিদর্শনও
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক মাস আগে প্রিন্স আনোয়ার শাহ রোডের তলায় থাকা ভূগর্ভস্থ নিকাশি নালা পলিমুক্ত করেছে কলকাতা পুরসভা। যাদবপুর থানার সামনে থেকে নবীনা সিনেমা হল পর্যন্ত ড্রেন পুরো সাফ করা হয়। কিন্তু কিছুদিন আগে বৃষ্টির পর একাধিকবার জলমগ্ন হয়ে প঩ড়ে প্রিন্স আনোয়ার রোড সহ যাদবপুর, গাঙ্গুলিপুকুর, যোধপুর পার্ক ইত্যাদি অঞ্চল। ভূগর্ভস্থ নিকাশি নালা এবং সংলগ্ন খালের জলস্তর প্রায় এক হয়ে যায়। জানা গিয়েছে, খালে পলি জমেছে। জলধারণ ক্ষমতা কমেছে। নিকাশি নালার পাইপলাইনের মুখ খালের জলস্তরের নীচে চলে গিয়েছিল। সমস্যা সমাধানে মঙ্গলবার পুরসভায় সেচ দপ্তরের সঙ্গে বৈঠক করেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। পুরসভার বিভিন্ন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত, সেচ দপ্তরকে সঙ্গে নিয়ে পরিদর্শন করা হবে। 

    প্রিন্স আনোয়ার শাহ রোডের তলায় ভূগর্ভস্থ নিকাশি নালা যাদবপুর থানার সামনে একটি বক্স ড্রেনে গিয়ে পড়েছে। সেখান থেকে নিকাশির জল গাঙ্গুলিপুকুর সংলগ্ন বিবি ওয়ান ক্যানেল ধরে অভিষিক্তা হয়ে চৌবাগা পাম্পিং স্টেশন আসে। কয়েকমাস আগে আনোয়ার শাহ রোডের নিকাশি নালা সম্পূর্ণ পলিমুক্ত করা হয়েছে। কিন্তু তারপরও বেশি বৃষ্টি হলেই আশপাশের এলাকার জল দাঁড়িয়ে যায়। যা নামতে দীর্ঘক্ষণ সময় লাগে। পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা দেখেছেন, প্রায় চার থেকে সাড়ে চার মিটার গভীর বিবি ওয়ান ক্যানেল প্রায় অর্ধেক পলি জমে ভর্তি। গাঙ্গুলিপুকুর থেকে চৌবাগা পাম্পিং স্টেশন পর্যন্ত প্রায় দু’মিটার উঁচু মাটি জমে রয়েছে। খালের জলস্তর ও ড্রেনের মুখ যা খালে এসে পড়েছে তার সমান সমান অবস্থা। ফলে বেশি বৃষ্টি হলে অতিরিক্ত জল ধারণ করতে পারছে না খাল। তারক সিং বলেন, পুরসভার বিভিন্ন পদমর্যাদার আধিকারিকরা বৈঠকে ছিলেন। সেচদপ্তরের কর্তাদের ডাকা হয়েছিল। কী করা দরকার তার জন্য যৌথ পরিদর্শন হবে। পুরসভার কিছু পরামর্শ সেচ দপ্তরকে জানানো হয়েছে। ওই খাল আরও কাটতে হবে। নিকাশি বিভাগের এক আধিকারিক বলেন, বিবি ওয়ান ক্যানালের পাশেই পুরসভা জল নামানোর জন্য একটি লিফটিং স্টেশন তৈরির পরিকল্পনা করেছে। যা পাম্পিং স্টেশনের মতোই কাজ করবে। কিন্তু শুধুমাত্র তাতে কাজ দেবে না। গোটা খালে পলি জমে রয়েছে। চৌবাগা পর্যন্ত আরও ভালোভাবে খাল কাটা প্রয়োজন। তা না হলে চৌবাগা পাম্পিং স্টেশনও জল টানতে পারছে না।
  • Link to this news (বর্তমান)