• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক শিক্ষিকার জন্য পাত্র খুঁজতে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ম্যাট্রিমনিয়াল সাইটে। বিজ্ঞাপন দেখে যোগাযোগের পর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সৌরভ দিওয়ান নামে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের উত্তর বন্দর থানা। অভিযুক্ত যুবক ওই শিক্ষিকার কাছ থেকে ৯ লক্ষ টাকা নেয় কয়েক দফায়। এই অবস্থায় ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটের বিজ্ঞাপনে যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া ছিল। শিক্ষিকার কাছে অভিযুক্ত নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেয়। কিছুদিনের মধ্যে দু’জনের আলাপ জমে ওঠে। সৌরভ জানায়, সে ব্যবসা বাড়াতে চাইছে। কিন্তু টাকার অভাব রয়েছে। শিক্ষিকাকে সে যেহেতু কিছুদিনের মধ্যেই বিয়ে করবে, তাই তাঁর কাছেই সে টাকা চায়। দফায় দফায় তাকে ৭ লক্ষ টাকা দিয়েও দেন শিক্ষিকা। কয়েকমাস আগে উত্তর বন্দর থানা এলাকায় গঙ্গাবক্ষের একটি হোটেলে শিক্ষিকাকে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানে তাঁকে ধর্ষণ করে সে। ঘটনার কথা বাইরে প্রকাশ না করার জন্য সে ভয় দেখায়। তরুণী ভয় পেয়ে বাড়িতেও বিষয়টি জানাননি। এরপর বিভিন্ন অজুহাতে তাঁর কাছে আরও দু’লক্ষ টাকা নেয় অভিযুক্ত। আরও টাকা দাবি করে। শিক্ষিকা তা দিতে রাজি না হলে হুমকি দিতে থাকে সৌরভ। শিক্ষিকা বুঝতে পারেন, যুবক তাঁকে ব্ল্যাকমেল করছে। তিনি উত্তর বন্দর থানায় অভিযোগ করেন। 

    পুলিশ জানতে পারে, অভিযুক্ত কোনও ব্যবসায়ী নয়। নারকেলডাঙার বাসিন্দা সৌরভ এভাবেই বিভিন্ন মেয়ের সঙ্গে প্রতারণা করে বেড়ায়। তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। অনেকদিন আগেই সে বাড়ি ছেড়ে হাওড়ার শিবপুরে থাকছিল। মাঝে দিল্লিতে গিয়ে কচুরির দোকানে কাজও করেছে। সোমবার রাতে তাকে মধ্য কলকাতা থেকে পাকড়াও করা হয়।
  • Link to this news (বর্তমান)