• কিশোরীকে যৌন নির্যাতন, যুবকের যাবজ্জীবন সাজা
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করার নাম করে ফুসলিয়ে নিয়ে এসে তার উপর চালানো হয় যৌন নির্যাতন। ওই ঘটনায় দোষী সাব্যস্ত শচীন সিং নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। মঙ্গলবার কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাস ওই আদেশ দিয়েছেন। বিচারক এই সাজার সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস হাজতবাসের নির্দেশ দেন। আদালতে মন্তব্য, জরিমানার টাকা আদায় হলে তার অর্ধেক টাকা দিতে হবে নির্যাতিতাকে। কলকাতা বিচারভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু এদিন জানান, কিশোরীর উপর যে যৌন হয়রানি চালানো হয়েছিল, তার স্বপক্ষে প্রমাণ মিলেছে। তাই অভিযুক্তকে পকসো আইনে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে এই কড়া সাজা ঘোষণা করেন বিচারক। আদালতের এই রায়ে সরকার পক্ষ খুশি।

    ২০২৩ সালের ২৫ মে ওই কিশোরীর পরিবারের তরফে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে  চাইল্ড ম্যারেজ ও পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই যুবককে। মামলার বিশেষ সরকারি আইনজীবী সাকির হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করে। কিশোরী বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছিল।
  • Link to this news (বর্তমান)