• চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগে ধৃত কন্ডাক্টর
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাড়া নিয়ে বচসার জেরে চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কন্ডাক্টরের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে বেকবাগানের কাছে। আজিজ নামে ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। খুনের চেষ্টার অভিযোগে বিষ্ণু সাউ নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে. আজিজ শিয়ালদহ থেকে সাঁতরাগাছি গামী বাসে ওঠেন বাড়ি ফেরার জন্য। বেকবাগান এলাকায় কন্ডাক্টর ভাড়া চাইলে কত ভাড়া, জানতে চান তিনি। যাত্রীর দাবি, তাঁর থেকে বেশি ভাড়া দাবি করেন কন্ডাক্টর। এই নিয়ে বচসা বাঁধে দু’জনের মধ্যে। আজিজের অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন কন্ডাক্টর। চলন্ত বাস থেকে পড়ে যাওয়ায় তিনি মারাত্মকভাবে আহত হন।

    খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই তিনি চিকিৎসাধীন। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে বাসটিকে চিহ্নিত করেছে পুলিশ। তার নম্বর ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানা যায়, সোমবার ডিউটি করছিলেন বিষ্ণু। এরপর রাতে তাঁকে গ্রেফতার করা হয় হাওড়ার বাড়ি থেকে।
  • Link to this news (বর্তমান)