হরিদেবপুর কাণ্ড: এক লক্ষ টাকায় বাপ্পার সঙ্গে খুনের ‘চুক্তি’ বাবলুর, বাইকে জাল নম্বরপ্লেট লাগিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাকশনের এক সপ্তাহ আগে পানশালায় খুনের ব্লু-প্রিন্ট। বাবলু ঘোষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত গৃহবধূকে খুনের জন্য বাপ্পা ঘোষের সঙ্গে চুক্তি হয় ১ লক্ষ টাকায়। তার জন্য প্রায় ঘণ্টা তিনেক ধরে ছক কষে হরিদেবপুর কাণ্ডের দুই অভিযুক্ত। ধৃতদের জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে হরিদেবপুর থানার পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতেই সখেরবাজারের কালীপদ মুখার্জি রোডে বাবলুরর ফ্ল্যাটে চলে আসে বাপ্পা। তার কাছেই ছিল ৭ এমএম পিস্তল। সোমবার সকালেই দোকানে যাওয়ার জন্য বের হন গৃহবধূ মৌসুমি হালদার। তাঁর গতিবিধি পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে লক্ষ করেন বাপ্পা ও বাবলু। ৩৮ বছর বয়সি বধূকে দোকানে যাওয়ার জন্য বের হতে দেখে তারা। এরপরেই বাইকে চেপে মৌসুমিকে পিছু করা শুরু করে দুই অভিযুক্ত। বাইক চালাচ্ছিল বাবলু। পিছনের সিটে বাপ্পা। দু’জনকে গ্রেফতার করার পরই বাইকটি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সেখানেই লাগে খটকা। বাইকটি পুরোনো হলেও দেখা যায় নম্বরপ্লেট নতুন। সেটি যাচাই করে তদন্তকারীরা জানতে পারেন, নম্বরটি ভুয়ো। বাবলুকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরা মুখে ভাঙে অভিযুক্ত। খুনের পর পুলিশের চোখে ধুলো দিতেই এই বন্দোবস্ত। বাপ্পার সঙ্গে অপরাধ জগতের যোগ রয়েছে। তাই তাকে দিয়েই বাইকের নম্বরপ্লেট বদল করে বাবলু। মল্লিকবাজার থেকে দু’টি ভুয়ো নম্বরপ্লেট ওই বাইকে লাগিয়ে আনে বাপ্পা। সেই বাইক নিয়েই মৌসুমিকে লক্ষ্য করে গুলি চালায় সে।
কালীপুদ মুখার্জি রোডের উপরেই লুটিয়ে পড়েন গৃহবধূ। এরপরে সেই বাইক নিয়েই প্রথমে বাবলুর ফ্ল্যাটে যায় বাপ্পা। সেখানে বাবলু নেমে যায়। ভাড়া গাড়ি নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গা ঢাকার ছক কষে সে। অন্যদিকে, ভুয়ো নম্বর প্লেট লাগানো বাইক নিয়ে চম্পট দেয় বাপ্পা। সোমবার রাতে বালিগঞ্জ থেকেই বাপ্পাকে গ্রেফতার করেছে পুলিশে। জেরায় জানা গিয়েছে, গুলি চালানোর পর বাপ্পা সরশুনায় যায়। সেখানেই ৭ এমএম পিস্তলটি ফেলে দেয় সে। ধৃতকে নিয়ে অকুস্থলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পিস্তলটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। অন্যদিকে, বাবলুকে জেরা করে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি, মৌসুমির ছেলের বিরুদ্ধে মারধরের একটি অভিযোগ করেছিল বাবলু। কিন্তু, কেন? তদন্তকারীদের কাছে বাবলুর দাবি, সম্প্রতি মৌসুমির ফ্ল্যাটে যায় বাবলু। সেখানে তাকে অপমান করে বধূর ছেলে। দু’পক্ষের বচসা বাধে। তার জেরেই বাবলুকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই আক্রোশের বশে মৌসুমিকে খুনের ছক কষে বাবলু।