• দমদম: ছক কষেই কি স্কুলছাত্রীকে গণধর্ষণ? উঠছে প্রশ্ন
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • এই সময়: দমদমে টিউশনের জন্য বাড়ি থেকে বেরনো ক্লাস সেভেনের ছাত্রী কিশোরীকে আগে থেকে পরিকল্পনা করেই গণধর্ষণ করা হয়েছে বলে তদন্তকারীদের একাংশ দাবি করছেন। গত শনিবার, ১ নভেম্বর সন্ধেয় ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়, এমনটা অভিযোগ। ওই ঘটনায় পুলিশ সেই রাতেই তিন যুবককে গ্রেপ্তার করেছে।

    তদন্তে বেরোয়, ধৃতদের মধ্যে সঞ্জু সাহা ওই কিশোরীর পরিচিত এবং ওই যুবকই পরিকল্পনা করে সবটা ঘটিয়েছেন বলে ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীদের একাংশ মনে করছেন। তাঁদের বক্তব্য, ওই পরিকল্পনা কার্যকর করার জন্য পেশায় টোটোচালক সঞ্জু গল্প করার কথা বলে ওই কিশোরীকে কমলাপুরের একটি পার্কে নিয়ে গিয়েছিলেন।

    তার পরে সঞ্জুই ওই পার্ক থেকে ফোন করে তাঁর এক বন্ধু বিকি পাসোয়ানকে ডেকে নেন এবং ওই কিশোরীকে নিয়ে দু’জন একটি টোটোয় করে রাজেশ পাসোয়ান নামে তাঁদের এক বন্ধুর ঝুপড়িতে যান। রাজেশের ওই ঘরেই তিন জন ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। সঞ্জুর সঙ্গে বিকি ও রাজেশকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, সঞ্জুর বাড়ি ওই কিশোরীর বাড়ির কাছেই এবং দু’জনের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা চলেছে বেশ কিছু দিন যাবৎ।

  • Link to this news (এই সময়)