ছত্তিসগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার ছত্তিসগড়ের বিলাসপুরে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে একটি যাত্রিবাহী ট্রেন। দুর্ঘটনাস্থলে এখনও কয়েকজন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকার্য চালানো হচ্ছে।
ফের দক্ষিণবঙ্গে বাধাপ্রাপ্ত উত্তরের ঠান্ডা হাওয়া। উত্তরে মনোরম মেঘমুক্ত শুষ্ক আবহাওয়ার হাত ধরে পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ১০.৫ ডিগ্রি। কালিম্পং ১৬.৫ ডিগ্রি। আলিপুরদুয়ার ১৭ ডিগ্রি। কোচবিহার ১৮.৬ ডিগ্রি। শুক্র শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতের পারদ ৭ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকে ফের বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে হালকা শীতের পরশ গায়েব হবে বৃহস্পতি এবং শুক্রবার ভোরে।