• রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা, উত্তরপ্রদেশে কমপক্ষে ৬ জনের মৃত্যুর আশঙ্কা
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • উত্তরপ্রদেশে মির্জাপুরে ভয়াবহ দুর্ঘটনা। রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ৬ জন পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা। রাস পূর্ণিমায় গঙ্গায় পবিত্র স্নানের জন্য চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন। চূণার রেল স্টেশনে তাড়াহুড়ো করে রেল লাইন পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

    জানা গিয়েছে, মৃতদের সকলেই দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এ দিন সকাল সওয়া ৯টা নাগাদ গোমো-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে চূণার জংশনে নেমে রেললাইন পেরোচ্ছিলেন। ওই সময় তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দূরন্ত গতিতে আসছিল কালকা মেল। সেই ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয় একাধিক পুণ্যার্থীর।

  • Link to this news (এই সময়)