• নামছে তাপমাত্রার পারদ, জাঁকিয়ে শীত কবে থেকে? জানাচ্ছে হাওয়া অফিস
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে এখন শীতের আমেজ। তবে ছন্দ পতন ঘটতে পারে ঠান্ডার আমেজে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তা বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গে আজ, বুধবার থেকে ছন্দ পতন ঘটতে পারে শীতের আমেজের।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে সাময়িক ভাবে বাধাপ্রাপ্ত হবে উত্তরের ঠান্ডা হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে ফের শহরে ফিরতে পারে ঠান্ডার আমেজ। এ ছাড়াও, রবিবার রাতে কলকাতায় তাপমাত্রার পারদ নামতে পারে ২০ ডিগ্রির ঘরে। তবে আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    আজ, বুধবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার থেকে গায়েব হবে ঠান্ডার আমেজ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। এ ছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    উত্তরের আবহাওয়া বর্তমানে বেশ মনোরম। মেঘমুক্ত শুষ্ক আবহাওয়ার হাত ধরে নামতে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্র ও শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা নামতে পারে ৭ থেকে ৮ ডিগ্রিতে।

  • Link to this news (এই সময়)