ছত্তিশগড়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১১, জখম আরও ২০ যাত্রী
বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
বিলাসপুর, ৫ নভেম্বর : ছশিত্তশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। সরকারি তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আহত আরও অন্তত ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।ভয়াবহ এই দুর্ঘটনার কারণ নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্তভরে পড়েছে কমিশনার অব রেলওয়ে সেফটি-র উপরে। রিপোর্ট পাওযার পরেই জাানা যাবে, যান্ত্রিক ত্রুটি, না লোকো পাইলটের ভুলে দুর্ঘটনা।গতকাল বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাকায় যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির সংঘর্ষ হয়। যা মনে করিয়ে দিয়েছে ২০২৩ সালে ওড়িশার বালেশ্বরের বাহানাগায় ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা। স্থানীয়রা জানিয়েছেন, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। আর সেইসময় কোরবা প্যাসেঞ্জার ট্রেনটি একই লাইনে চলে আসে। সজোরে সংঘর্ষের পর ট্রেনের সামনের অংশ কামরাটি মালগাড়ির উপরে উঠে যায়। দুমড়ে মুচড়ে যায় প্রথম কামরা। প্যাসেঞ্জার ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।দু’টি ট্রেনের সংঘর্ষের বিকট আওয়াজ ও যাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধার কাজ। পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও রেলের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।