ছত্তিশগড়ে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে অন্তত ১১! আহত ২০
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের বিলাসপুরে মঙ্গলবার বিকেলে হওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১। আহত অন্তত ২০। দুর্ঘটনার পর থেকেই ওই লাইনে বহু ট্রেন বাতিল হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনার পিছনে লোকাল ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে পণ্যবাহী ট্রেনের পিছনের দিকে ধাক্কা দেওয়াতেই ঘটে যায় বিপর্যয়।
দুর্ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে মালগাড়িতে ধাক্কা মেরে কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে যাত্রীবাহী ট্রেনটির একটি অংশ। একেবারে দুমড়েমুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি। শুধু তাই নয়, বেশ কয়েকটি বগিও লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। যা দেখে অনেকেই ওড়িশার বালেশ্বরে করমণ্ডলের এক্সপ্রেস দুর্ঘটনার মিল পাচ্ছেন। একের পর এক ট্রেনের সংঘর্ষের একেবারে লাইন থেকে ছিটকে যায় ট্রেনের একাধিক কোচ। বহু মানুষের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই রেলের উদ্ধারকারী দল, আরপিএফ কর্মী এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। আপৎকালীন চিকিৎসা দল আহতদের প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয়। এরপর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযান তদারকির জন্য ঘটনাস্থলে পৌঁছে যান।
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল বলেন, “পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল হলেও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কিছু যাত্রী এখনও ট্রেনের ভেতরে আটকে রয়েছেন। কাটার সরঞ্জাম ব্যবহার করে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।” রেলের তরফে নিহতদের নিকটাত্মীয়দের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং সামান্য আহত যাত্রীদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।