মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: গতকাল, মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিল সাত বছরের এক শিশু। এদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল তার নিথর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, হাওড়ার উলুবেড়িয়ার বাণীতলায়। মৃতের নাম রিয়া প্রামাণিক। খুন নাকি নিছক দুর্ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাণীতলা এলাকারই স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই শিশু। গতকাল দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করেছিল সে। এরপর নিজের সাইকেল নিয়ে বাড়ির কাছেই সাইকেল নিয়ে বেরিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন তার খোঁজে বিভিন্ন জায়গায় যায়। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। রাত হয়ে গেলেও কোনও খবর পাওয়া যায়নি ওই শিশুর। রাতেই উলুবেড়িয়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়।
পুলিশ ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখতে শুরু করে। এরই মধ্যে আজ, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই ছাত্রীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তল্লাশি চালিয়ে পুকুর থেকে সাইকেলটিও উদ্ধার করা হয়েছে। খুন নাকি দুর্ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুপুরে সাইকেল চালানোর সময় কোনওভাবে ওই শিশু পুকুরে পড়ে যায়। আর জল থেকে উঠতে পারেনি। জলে ডুবেই মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর। ঘটনায় এলাকায় শোকের ছায়া।