• খড়গপুরে বিএলওর দায়িত্বে এবার রেলকর্মীরাও! নিয়োগ করা হয়েছে ২০ জন কর্মীকে
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোট গ্রহণের কাজে আগেও রেলকর্মীদের কাজে লাগানো হয়েছে। লোকসভা থেকে শুরু করে বিধানসভা ভোট এমনকী পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে কাজ করার অভিজ্ঞতা রেলকর্মীদের রয়েছেন। কিন্তু ভোটার তালিকা তৈরির কাজে অংশগ্রহণ করার অভিজ্ঞতা এবারই প্রথম হচ্ছে রেলকর্মীদের। এঁদের সকলকেই ২২৪ নম্বর খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথের বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ ও ডিভিশনের মোট ২০ জন কর্মচারীকে এবারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআরের কাজে নিযুক্ত করা হয়েছে। এই ২০ জনের মধ্যে দু’জন মহিলা রেলকর্মী রয়েছেন। এসআইআরের কাজে নিযুক্ত বেশিরভাগ রেলকর্মীকে রেল এলাকার বুথগুলির বিএলও করা হয়েছে। এরকমই একজন রেলওয়ে ওয়ার্কশপে কর্মচারী এ পান্ডুরগঙ্গা রাও। তাঁকে খড়গপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আইওডাবলু (লাইনস) কার্যালয়ের ২০৩ নম্বর বুথের বিএলও করা হয়েছে।

    তিনি বললেন, “আগে ভোটের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বিএলও হিসাবে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম হতে চলেছে।” এই বুথের মোট ভোটার সংখ্যা ৭৮৪ জন। আবার খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খরিদা রাজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ নম্বর বুথে বিএলও হিসাবে দায়িত্বে রয়েছেন রেলকর্মী মোহনচন্দ্র দাস। মোট ভোটার ১৩৯০ জন।

    তিনি বলেন, “এই প্রথম বিএলও হিসাবে কাজ করছি। ফলে বেশ চাপে রয়েছি। আগে ভোটের কাজের অভিজ্ঞতা রয়েছে।” কেন হঠাৎ এবার ভোটার তালিকা সংশোধনের কাজে রেলকর্মীদের নেওয়া হয়েছে? তার উত্তরে খড়গপুর মহকুমা শাসক সুরভী শ্রিংলা বলেন, “দরকার মতো সকল পেশার মানুষকে নেওয়া হয়েছে।”

    এদিকে, মিনি ইন্ডিয়া বলে পরিচিত রেলশহর খড়গপুরে ২৭০টি বুথের অন্তত ৮০ শতাংশ বুথে বাঙালি-সহ অবাঙালি মানুষের বসবাস রয়েছে। তার মধ্যে হিন্দিভাষী থেকে শুরু করে তেলেগু-সহ ওড়িয়াভাষী ও মালয়ালমভাষীর নাগরিক রয়েছেন। ফলে বেশিরভাগ বিএলও বাংলার পাশাপাশি ইংরেজিতে ছাপানো ফর্ম তুলেছেন। আবার কেউ কেউ ইংরেজিতে ছাপানো ফর্ম পুরোটাই তুলেছেন। পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ৩৫ নম্বর বুথের বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী এন দুর্গা রানি বললেন, “আমি বাংলার পাশাপাশি অবাঙালিদের জন্য ইংরেজিতে ছাপানো ফর্ম তুলেছি।”

    অপরদিকে, পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলের ৪৩ নম্বর বুথের বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী সরস্বতী হালদার বলেন, “আমার বুথে মোট ভোটার রয়েছেন ৫২৯ জন। অধিকাংশ অবাঙালি। তাই পুরোটাই ইংরেজিতে ছাপানো ফর্ম তুলেছি। আর এই ইংরেজিতে ছাপানো ফর্ম যাঁরা বুঝতে পারবেন না, তাঁদের সাহায্য করে দেব।” তবে অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা বাংলায় হওয়ায় রেলশহর খড়গপুরে অবাঙালি বিএলওদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ফলে এই নিয়ে অবাঙালি বিএলওদের মধ্যে ক্ষোভ রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)