বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ৯ লক্ষ টাকা নিয়ে দিল্লিতে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না অভিযুক্তের
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিয়ে তো দূর-অস্ত, উলটে শিক্ষিকার থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়েছিলেন অভিযুক্ত। দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করল উত্তর বন্দর থানার আধিকারিকরা। ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌরভ দেওয়ান। বিয়ের ওয়েবসাইটে সৌরভের সঙ্গে পরিচয় হয় প্রতারিত শিক্ষিকার। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তিনি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সৌরভ ঘনিষ্ঠতা বাড়ায়। এর পর গঙ্গার ধারে একটি বিলাসবহুল হোটেলে অভিযুক্ত ওই শিক্ষিকার সঙ্গে সহবাসও করে।
তরুণীপর অভিযোগ, বিয়ের জন্য টাকার প্রয়োজন বলে অভিযুক্ত শিক্ষিকার কাছ থেকে দফায় দফায় ৯ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় সৌরভ। শিক্ষিকা উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করার পর সৌরভ তাঁর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে দিল্লি পালিয়ে যায়। সেখানে একটি কচুরির দোকানে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।