• SIR নিয়ে রাজ্যজুড়ে জনসভা তৃণমূলের লিগাল সেলের, বিশেষ নজর উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআর নিয়ে রাজ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির SIR ‘ষড়যন্ত্রে’র ফলে স্রেফ ভয়, উদ্বেগে বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে মঙ্গলবার জোড়াসাঁকোর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল পাশে থাকবে। যে কোনও সমস্যায় তাঁরা সহযোগিতা করবে। সেই মতোই পদক্ষেপ হল। জানা গিয়েছে, চলতি মাসে দশদিন রাজ্যজুড়ে জনসভা করবে তৃণমূলের লিগাল সেল। এক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হবে উত্তরবঙ্গ ও শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। 

    জানা গিয়েছে, আগামী ১১ তারিখ কলকাতা থেকে শুরু হবে কর্মসূচি। ওইদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল হবে। তারপর দুপুর ৩ টেয় ডোরিনা ক্রসিংয়ে হবে জনসভা।  সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই প্রস্তুতি শুরু করে তৃণমূলের লিগাল সেল। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসভা করবে লিগাল সেল। বিজেপির এই চক্রান্তকে প্রতিহত করতে জনসাধারণকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবে তারা। 

    প্রসঙ্গত, রাজ্যে এসআইআর চালু হয়েছে প্রায় ১০ দিন আগে। ট্রেনিং শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন বিএলওরা।  কিন্তু ঠিক করতে হবে, তা নিয়ে রাজ্যবাসীর মনে হাজারও প্রশ্নের ভিড়। নথিতে সামান্য ভুল থাকা সত্ত্বেও প্রায় সকলেই ভাবছেন, ঘর ছাড়তে হবে না ? অভিষেক সাফ জানিয়েছেন, একজনেরও নাম গেলে বৃহত্তর আন্দোলন হবে। তবে তাতেও আতঙ্কও তো রয়েছেই। সেই ভয় কাটাতেই তৃণমূল সেনাপতির নির্দেশে ময়দানে নামছে লিগাল সেল। 
  • Link to this news (প্রতিদিন)