• ধোঁয়াশায় BLO আধিকারিকদের অন ডিউটি!
    আজকাল | ০৫ নভেম্বর ২০২৫
  • গোপাল সাহা: রাজ্য জুড়ে শুরু হয়েছে 'এস আই আর' প্রক্রিয়া, আর সেই এস আই আর প্রক্রিয়ায় 'বিএলও' এবং 'বিএলএ' নিয়োগ এবং তাদের ভূমিকা কি হবে এবং একই সঙ্গে কাজের পরিধি ও পরিকাঠামো কিভাবে করতে হবে তা নিয়ে একাধিক নির্দেশিকা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক বিষয় অবগত করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর।

    বলা বাহুল্য, এখনও পর্যন্ত এত কিছুর পর 'বি এল ও' আধিকারিকদের কাজের সময় নির্ধারণ নিয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া গেল না মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর থেকে। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের 'বি এল এ' নিয়োগ নিয়েও যথেষ্ট খামতি দেখা গেল এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী। একই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর বেশ কিছু বিষয় নিয়ে পূর্ণ তথ্য জানিয়েছেন, মূলত আগামী দিনে কি কি পদক্ষেপ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া থেকে শুরু করে 'বি এল ও' এবং 'বি এল এ' কার্যক্রম কি কি হবে সবটা নিয়ে জানিয়েছেন। 

    সংবিধানের ৩২৬ অনুচ্ছেদে ভোটার হিসেবে যোগ্যতা নির্ধারিত হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিক, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি এবং যারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা, তারাই ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

    বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সফলভাবে শুরু হয়েছে, যেখানে প্রত্যেক ভোটারের যোগ্যতা যাচাই করা হচ্ছে সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। পশ্চিমবঙ্গে মোট ৮০,৬৮১ জন বুথ লেভেল অফিসার নিয়োজিত রয়েছেন।

    এই BLO, BLO সুপারভাইজার এবং অন্যান্য সরকারি কর্মচারীরা বিশেষত প্রবীণ, অসুস্থ, প্রতিবন্ধী, দরিদ্র এবং অন্যান্য অসহায় ভোটারদের সহায়তা করছেন যাতে তারা সঠিকভাবে নাম নথিভুক্ত করতে পারেন।

    ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত জাতীয় ও রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই ৬৩ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট নিয়োগ করেছে। সি ইও তথ্য অনুযায়ী এখনো বিএলএ নিয়োগ হয়েছে ৬৩ হাজার ৯৪০ জন। 

    এক ঝলকে দেখে নিন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ-র তালিকাতৃণমূল কংগ্রেস-১৩৫২৬বিজেপি-১২৮৫৮সিপিআইএম-১৮৭০৬কংগ্রেস-৫৭৯৭ফরওয়ার্ড ব্লক-১০৫৩জেলা নির্বাচন আধিকারিকরা প্রতিটি রাজনৈতিক দলকে আবারও অনুরোধ করেছেন যাতে প্রতিটি বুথে একজন করে BLA নিযুক্ত করা যায়। 

    পশ্চিমবঙ্গের মোট ৭,৬৬,৩৭,৫২৯ জন ভোটারের জন্য বাড়ি বাড়ি গিয়ে দ্বৈত কপি বিশিষ্ট এনুমারেশন ফর্ম বিতরণ শুরু হয়েছে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে। এই ৭,৬৬,৩৭,৫২৯ জন ভোটারের মধ্যে যাদের নাম ০১.০১.২০০২ তারিখে পশ্চিমবঙ্গের শেষ নিবিড় পুনর্বিবেচনার তালিকায় বা অন্যান্য রাজ্যের ২০০২, ২০০৩ সালের পুনর্বিবেচনা তালিকায় ছিল, তাদের শুধুমাত্র EF ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে।

    বাড়ি বাড়ি পরিদর্শনের সময় BLO বা BLA কেউই ভোটারদের কাছ থেকে কোনো নথি সংগ্রহ করবেন না। প্রতিটি ভোটারকে BLO দুটি কপি EF ফর্ম দেবেন। ভোটার ফর্ম পূরণ করে একটি কপি BLO-র হাতে জমা দেবেন এবং BLO সেই জমা দেওয়ার অ্যাকনলেজমেন্ট কপি ভোটারকে ফেরত দেবেন। অপর কপিটি BLO নিজের কাছে রাখবেন।

    ৪ নভেম্বর ২০২৫ তারিখে বিকেল ৫টা পর্যন্ত বাড়ি বাড়ি পরিদর্শনের প্রথম দিনে পশ্চিমবঙ্গের ১৮ লক্ষাধিক ভোটারকে ইতিমধ্যেই দ্বৈত কপি EF ফর্ম প্রদান করা হয়েছে। SIR চলাকালীন জেলা নির্বাচন আধিকারিক এবং নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিকরা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত BLO দের পূর্ণ সময়ের জন্য বাড়ি বাড়ি পরিদর্শনের কাজে নিযুক্ত করেছেন।

    ভোটারদের সুবিধার্থে রাজ্যের ২৪ জন DEO, ২৯৪ জন ERO এবং ৩৪১ জন BDO/AERO-র অফিসে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন আধিকারিক এবং জেলা নির্বাচন আধিকারিকদের বার্তা ইতিমধ্যেই টেলিভিশন, রেডিও এবং সামাজিক মাধ্যম সহ সমস্ত অডিও-ভিজুয়াল মাধ্যমে প্রচারিত হয়েছে, যাতে প্রত্যেক ভোটার এই বিষয়ে অবহিত হতে পারেন। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা সংক্রান্ত সমস্ত কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে অগ্রসর হচ্ছে।

    প্রতিটি BLO অফিসারদের ক্ষেত্রে 'অন ডিউটি' কাজ করার বিষয় নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি নির্বাচন কমিশন থেকে। রাজ্যের নির্বাচন আধিকারিক সিইও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছেন এই বিষয়ে। জাতীয় নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে বিবেচনা করে জানাবেন বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। তবে বি এল ও আধিকারিকদের জানানো হয়েছে 'পূর্ণ সময়' কাজ করতে।
  • Link to this news (আজকাল)