• মঙ্গলের মহামিছিল শেষে হুঁশিয়ারি মমতার
    আজকাল | ০৫ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকর। সাধারণের হকের দাবি নিয়ে, সমতার কথা মনে করাতে, আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে মঙ্গলের মহামিছিল শুরু করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। জোড়াসাঁকোয় পৌঁছে নিজের বক্তব্যে, বারবার তীব্র আক্রমণ শানালেন কেন্দ্র, বিজেপি সরকার, গেরুয়া শিবিরে নেতাদের। নাম উল্লেখ না করে, এক একজনের বক্তব্য উল্লেখ করে বুঝিয়ে দিলেন, কোনও কথাই কান এড়ায় না তাঁর। কেবল পদের মর্যাদা, সামাজিক দায়বদ্ধতার কারণে  কুরুচিকর মন্তব্যের জবাব দেন না। 

    গোটা বক্তব্য জুড়ে মমতা অভিযোগ করলেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে। বোঝালেন, কেবল এসআইআর নয়, নানা ভাবে, নানা সময়ে, কীভাবে এক একটি নিয়ম করে, সাধারণ মানুষকে অপদস্থ করছে কেন্দ্র। আর তাতে ফলাফল হয়েছে কী।  তালিকায় যেমন এনআরসি, তেমনই নোটবন্দী, আধারর কার্ড লিঙ্ক। সাম্প্রতিককালে দেশের নানা জায়গায় বাংলায় কথা বলা নিয়ে, বহু বাঙালিকে বাংলাদেশি সন্দেহে ব্যাপক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। প্রাণ গিয়েছে একাধিক। এদিন মমতা বলেন, 'মনে রাখবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয় না। উর্দু বললেই সে পাকিস্তানি না। যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি বলা হচ্ছে। এই মূর্খ, অর্ধশিক্ষিতদের মাথায় কিছু ছিল না…স্বাধীনতার ইতিহাস এরা জানে না। স্বাধীনতার সময় এরা কোথায় ছিল? আগে তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত কিন্তু একই ছিল।'

    জনগনকে চাপে ফেলে কেন্দ্রের নানা নিয়ম নিয়ে তোপ দাগেন মমতা। বলেন 'নোটবন্দির পরে, এবার জনবন্দি।' মমতার বক্তব্য, বিজেপি একমাত্র চক্রান্ত করে, সাধারণের ভোটাধিকার কেড়েই তারা ভোট জিততে পারে। তিনি বলেন, 'জোটে জিতবে, ঘোঁটে জিতবে কিন্তু ওরা ভোটে জিতবে না। ওদের কত বাবু, বড় বাবু, ছোটো বাবু…আমি চেয়ারকে সম্মান করি। কিন্তু দালালিরও একটা সীমা থাকে।' 

    আধার কার্ড প্রসঙ্গেও এদিন কেন্দ্রকে চরম তুলোধনা করেন মমতা। আধার কার্ড এসআইআর এর এগারোটি নথির সঙ্গেই পরে ১২ নম্বর নথি হিসেবে যুক্ত হলেও, তা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না বলেই জানানো হয়েছে, এদিন মমতার প্রশ্ন, 'হাজার টাকা দিয়ে আধার কার্ড তৈরি করিয়েছ, কিন্তু বলছ নাগরিকত্বের প্রতীক নয়।' তাহলে চলবে কীভাবে? কেনই বা এত প্রক্রিয়া চলছে তা নিয়ে প্রশ্ন তোলেন।

    নোট বাতিলের প্রসঙ্গ তুলেও এদিন কেন্দ্রকে তোপ দাগেন, বলেন, 'নোট বাতিলের বিরোধিতা করেছিলাম। তাও বাতিল তো হয়েছে। কিন্তু লাভ কী হয়েছে? মানুষ ভোগান্তির শিকার হয়েছে, মৃত্যুও হয়েছে। ' ২ কোটি ভোটারের নাম কাটার চক্রান্ত চলছে বলে ক্ষোভ প্রকাশ করে, নিজের উদাহরণ নিয়ে মমতার প্রশ্ন, '৭ বার সাংসদ, ৩ বারের মুখ্যমন্ত্রী, ৪ বার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর প্রমাণ দিতে হবে আমি বাংলাদেশি নই?' প্রশ্ন করেন, 'বিহারে তো SIR হয়েছে, তাতে কতজন বাংলাদেশি ধরা পড়ল? কতজন রোহিঙ্গা ধরা পড়ল?'  কারও অধিকার থাকবে আর কারও অধিকার থাকবে না, তা হবে না, এদিন তাও সাফ জানিয়ে দেন মমতা। 
  • Link to this news (আজকাল)