• সিঙ্গুরে বিজেপির সভায় হামলা! আহত কয়েক জন, অভিযোগের তির তৃণমূলের দিকে
    আনন্দবাজার | ০৫ নভেম্বর ২০২৫
  • রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত। এ বার এসআইআরের সমর্থনে বিজেপির পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হুগলির সিঙ্গুরের নান্দাবাজার এলাকায়। যদিও ঘটনায় বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

    সোমবার সন্ধ্যায় সিঙ্গুরের নান্দাবাজার এলাকায় বিজেপির পথসভা শুরু হয়। সভায় এসআইআরের সমর্থনে বিজেপির নেতা কর্মীরা বক্ত্যব রাখছিলেন। অভিযোগ, সভা চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় এবং সভা নষ্ট করে দেয়। বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি শামাল দেয়।

    বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, “সিঙ্গুরের নান্দা এলাকায় এসআইআরের সমর্থনে আমাদের একটি সভা হচ্ছিল। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা এসে হামলা করে ঘটনায় মণ্ডল সভাপতি-সহ কয়েকজন আহত হন। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

    বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনন্দমোহন ঘোষ জানান, এই ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত নন। এসআইআরের সমর্থনে বিজেপির যে সভা করচ্ছিল, সেখানে উত্তেজনামূলক বক্তব্য ছিল। সেই বক্তব্য শুনেই স্থানীয় কিছু মানুষজন আতঙ্কিত হয়ে সেখানে প্রতিবাদ করেন।
  • Link to this news (আনন্দবাজার)