• সব বুথে এজেন্ট নেই বিজেপির, পিছিয়ে সিপিএম-কংগ্রেসও
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • এই সময়, পাঁশকুড়া: মঙ্গলবার থেকে এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা (বুথ লেভেল অফিসার)। তাঁদের সহযোগী হিসেবে কাজ করছেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও (বিএলএ-২)। তবে সব বুথে বিএলএ-২ দিতে পারেনি বিজেপি। পিছিয়ে আছে সিপিএম ও কংগ্রেস। একশো শতাংশ বুথে এজেন্ট নিয়োগ করা হয়েছে বলে দাবি করল তৃণমূল।

    'সার' (স্পেশাল ইনটেনসিভরিভিশন)-এর বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল। সার নিয়ে ক্রমে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শাসকদল। বিএলওদের কাজে নজরদারির জন্য বিএলএ-২ দের বিশেষ ভূমিকার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিধানসভা এলাকার বিএলএ-২ দের প্রশিক্ষণ দিয়েছে তৃণমূল। কোনও বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে ব্যাপারে এজেন্টদের সতর্ক থাকতে বলা হয়েছে তৃণমূলের তরফে। পূর্ব মেদিনীপুরে তমলুক সাংগঠনিক জেলায় রয়েছে ১৯২৮টি বুথ। তৃণমূলের দাবি, তারা জেলার সমস্ত বুথে এজেন্ট নিয়োগ করেছে। বিজেপির দাবি, ৯৯ শতাংশ বুথে তারা এজেন্ট দিতে পেরেছে। নন্দকুমার, মহিষাদল এবং হলদিয়া বিধানসভার সমস্ত বুথে তারা এজেন্ট দিতে পারেনি।

    বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবব্রত পট্টনায়ক বলেন, 'আমরা ইতিমধ্যে ৯৯ শতাংশ বুথে এজেন্ট নিয়োগ করেছি। খুব শিগগির ১০০ শতাংশ বুথেই আমরা এজেন্ট দিতে পারব।'

    পূর্ব মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত ৮০ শতাংশ বুথে বিএলএ-২ নিয়োগ করতে পেরেছে সিপিএম। সিপিএমের দাবি, তৃণমূলের ভয়ে কেউ সিপিএমের এজেন্ট হতে চাইছে না। সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, 'আমাদের লক্ষ্য ৯০ থেকে ৯২ শতাংশ বুথে এজেন্ট নিয়োগ করা।'

    কংগ্রেসের পূর্ব মেদিনীপুর ১ সাংগঠনিক জেলায় মাত্র ৪০০ বুথে এজেন্ট নিয়োগ হয়েছে। কংগ্রেসের লক্ষ্য ৫০ শতাংশ বুথে এজেন্ট নিয়োগ করা। কংগ্রেসের পূর্ব মেদিনীপুর ১ সাংগঠনিক জেলার সভাপতি কল্যাণ রায় বলেন, 'দেরিতে ভোটার তালিকা হাতে পেয়েছি। তাই সব বুথে এজেন্ট দিতে পারিনি।' তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিতকুমার রায় বলেন, 'আমরা একশো শতাংশ বুথে বিএলএ-২ দিতে পেরেছি। বিরোধী দলগুলোর সঙ্গে মানুষের যোগাযোগ নেই। তাই তারা সব বুথে এজেন্ট দিতে পারেনি। সিপিএম যে অভিযোগ তুলেছে, তা একেবারেই ভিত্তিহীন।'

  • Link to this news (এই সময়)