• ধর্ষণের অভিযোগ প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, মহিলার ছেলের তৎপরতায় গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ০৫ নভেম্বর ২০২৫
  • গভীর রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার পাইকরে। অভিযোগ, গলায় ছুরি ঠেকিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে ওই মহিলা নিজের বাড়িতেই ছিলেন। সেই সময়ে বাড়িতে ঢোকে সাবির হোসেন নামে ওই যুবক। গলায় ছুরি চেপে ধরে ওই মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পরে পালাতে গেলে মহিলা চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে ছুটে এসে ওই মহিলার ছেলে অভিযুক্তকে ধরে ফেলে। তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

    পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সাবিরকে আটক করে। এর পরে ওই মহিলা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সাবির আগে সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত ছিল। আগে একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখনই চাকরি যায় তার। এখন আর সিভিক ভলান্টিয়ার পদে যুক্ত নেই অভিযুক্ত।

  • Link to this news (এই সময়)