আজকাল ওয়েবডেস্ক: শীতের শুরু হতে না হতেই বসিরহাটে চাঞ্চল্য! বাবা-মায়ের পারিবারিক অশান্তির জেরে শিশু পুত্রকে রাস্তায় ফেলে পালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটে৷ বসিরহাট থানার গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের প্রসন্নকাটি এলাকায় এটি ঘটে। এই ঘটনা ঘিরে সম্প্রতি শোরগোল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে অশোকনগরের বাসিন্দা পিন্টু ঘোষ ও বসিরহাট আঁখারপুর ঘোষ পাড়ার বাসিন্দা মাধবী ঘোষের প্রায় বারো বছর আগে বিবাহ সম্পন্ন হয়েছিল। জানা গিয়েছে গত বেশ কয়েক বছর ধরেই দুজনের মধ্যে সাংসারিক অশান্তির কারণে বনিবনা হচ্ছিল না। সম্প্রতি তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর জেরে তাঁদের একমাত্র বছর দশকের সন্তানকে বাবা মা কেউই মেনে নিতে চাইছেন না।
খবর অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বাবা পিন্টু ঘোষ তাঁর ছেলেকে নিয়ে আসেন তার মামার বাড়ি গাছা আঁখারপুর ঘোষ পাড়া তার মায়ের কাছে। মা বাচ্চাটাকে নিতে রাজি না হওয়ায় গাড়িতে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা প্রসন্ন কাটিতে রাস্তার উপরে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বাবা।
পরে বাচ্চাটিকে রাতের অন্ধকারে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে। বাচ্চাটি তার বাবার কুকীর্তির কথা ফাঁস করে দেয়। তখনই স্থানীয় লোকজন খবর দেয় বসিরহাট থানার পুলিশকে। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বসিরহাট থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি বয়স মাত্র ১০ বছর। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সে। সে জানিয়েছে তার বাবার নাম পিন্টু ঘোষ, মা মাধবী ঘোষ। কচুয়া পোস্ট অফিসের কাটপোল থানা অশোকনগরের (উত্তর ২৪ পরগনার) বাসিন্দা তারা।
সে জানায় বেশ কিছুদিন ধরে বাবা মায়ের সঙ্গে অশান্তি চলছিল। সাম্প্রতিককালে বাবা ও মায়ের মধ্যে অশান্তির জেরে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে এই ছোট্ট শিশুটির দায়িত্ব দুজনার কেউই নিতে চান না। এই পরিস্থিতিতে বাবা পিন্টু ঘোষ মঙ্গলবার সন্ধ্যায় ছেলেকে গাড়িতে করে নিয়ে এসে বসিরহাট থানার সীমান্ত লাগোয়া প্রসন্ন কাটি গ্রামে ছেড়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা বছর দশেকের ওই শিশুটিকে রাস্তায় একা ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ প্রকাশ করে। এরপর তারা শিশুটিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে তার বাবার কুকীর্তির কথা। বাচ্চার কাছ থেকে বাবা মায়ের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করা হলে, তারা দুজনেই বাচ্চাটাকে নিতে অস্বীকার করে। গ্রামবাসীদের তরফ থেকে বিষয়টি বসিরহাট থানার পুলিশে জানান হলে পুলিশ রাতে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার। জানা গিয়েছে তাঁদের কোনও খবর না পেয়ে শিশুটিকে পুলিশ শিশু সুরক্ষা সংস্থার হাতে তুলে দেয় ।