• রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা; উত্তরপ্রদেশে মৃত চার
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • মির্জাপুর, ৫ নভেম্বর: ভিড় এড়াতে প্ল্যাটফর্মের বদলে ট্রেনের উল্টো দিকের দরজা দিয়ে নেমেছিলেন রেললাইনে। আর এই হুড়োহুড়ির জেরে ঘটে গেল বিপত্তি। লাইন পার হতে গিয়ে দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় বেঘোরে প্রাণ গেলো চার জনের। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে।

    জানা গিয়েছে, এদিন সকালে চূণার স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় চোপন এক্সপ্রেস। ট্রেনে তখন ঠাসাঠাসি ভিড়। এর মধ্যে কয়েকজন যাত্রী প্ল্যাটফর্মের পরিবর্তে রেললাইনে নেমে পড়েন। লক্ষ্য ছিল তাড়াতাড়ি লাইন পার করে অন্যদিকে যাওয়া। হঠাৎ মৃত্যুদূতের মতো তিন নম্বর লাইন দিয়ে ছুটে আসে নেতাজি এক্সপ্রেস। দুই ট্রেনের মাঝে পড়ে আর টাল সামলাতে পারেননি কয়েকজন। ট্রেনের ধাক্কায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আধিকাররিকদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন তিনি।
  • Link to this news (বর্তমান)