• সল্টলেকে সেনসেশন! স্ত্রী ডিভোর্স চায়! স্বামী রাগে বউয়ের নগ্ন, অশ্লীল ছবি ছেড়ে দিল সোশ্যালে...
    ২৪ ঘন্টা | ০৫ নভেম্বর ২০২৫
  • নান্টু হাজরা: সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা অভিযোগে একজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতের নাম পিন্টু দাস। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানা পুলিস।

    পুলিস সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সল্টলেকের বাসিন্দা এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যে, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্ট করেছে পিন্টু দাস। পিন্টু দাস তাঁর স্বামী। তাঁর সাথে বিবাহবিচ্ছেদে মামলা চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পূর্ব পরিচিত বান্ধবীকে বিয়ে করে পিন্টু দাস। বিয়ের পর বেশ কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে তুলে রাখে পিন্টু। কিছুদিন ধরে স্ত্রীর সাথে পিন্টুর ঝামেলা চলছে। স্ত্রীকে মারধর করার অভিযোগও পিন্টুর বিরুদ্ধে। কয়েকদিন আগে স্ত্রীর অশ্লীল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত। ফেসবুকে অশ্লীল ছবি দেখে গত সেপ্টেম্বর মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন সল্টলেকের বাসিন্দা ওই মহিলা। পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস তদন্ত নেমে দেগঙ্গা থেকে পিন্টু দাসকে গ্রেফতার করে। আজ ধৃতকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।

    অন্য একটি ঘটনায়, মঙ্গলবার কলকাতার সন্তোষপুর থেকে উদ্ধার করা হয় বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা তথ্যপ্রযুক্তিকর্মী মৈনাক দাসকে। গত ১ নভেম্বর বিধাননগর পুলি কমিশনারেটের নারায়ণপুর থানায় মৈনাকের বান্ধবী সুপর্ণা দত্ত চৌধুরী অভিযোগ করেছিলেন, এটিএম থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন তাঁর বন্ধু মৈনাক।

  • Link to this news (২৪ ঘন্টা)