সোমনাথ রায়, নয়াদিল্লি: ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক ভোটচুরি হয়েছে। বুধবার এই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। পাশাপাশি, এদিন তিনি এক মহিলার ছবিও দেখান। রাহুলের দাবি, ওই মহিলা ব্রাজিলের এক মডেল। তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃিত হয়েছে। কখনও তিনি সীমা, কখনও সুইটি, আবার কখনও সরস্বতী।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাহুল ‘এইচ বোমা’ ফাটাবেন। কী এই ‘এইচ বোমা’? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। অবশেষে বুধবার সেই ‘বোমা’ ফাটালেন ফাটালেন রাহুল। এদিন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করে গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে ‘ভোটচুরির’ অভিযোগ করলেন তিনি। এই ‘এইচ বোমা’ আসলে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ‘ভোটচুরির’ অভিযোগই। রাহুলের দাবি, হরিয়ানার মোট ভোটারের ১২ শতাংশ অর্থাৎ ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। সেই ভুয়ো ভোটার ব্যবহার করেই বিজেপি হরিয়ানা বিধানসভা ভোটে জিতেছে। তিনি বলেন, “হরিয়ানায় মোট ২ কোটি ভোটার রয়েছে। তাঁদের মধ্যে ২৫ লক্ষই ভুয়ো।” তাঁর দাবি, কংগ্রেসকে হারানোর জন্যই ইচ্ছাকৃতভাবে এই কারসাজি করেছিল গেরুয়া শিবির।
এরপরই রাহুল এক মহিলার ছবি দেখান। ওই মহিলা এক ব্রাজিলিয়ান মডেল। নাম ম্যাথুজ ফেরেরো। রাহুল দাবি করেছেন, তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃিত হয়েছে এবং হরিয়ানার ১০টি ভিন্ন বুথে তিনি ভোট দিয়েছেন। এখানেই শেষ নয়। কংগ্রেস সাংসদ আরও এক মহিলার কথা বলেছেন। তাঁর দাবি, হরিয়ানার একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে ওই মহিলার ছবি সম্বলিত ১০০টি ভোটার কার্ড মিলেছে। রাহুল আরও এক মহিলার ছবি দেখিয়েছেন। তিনি দাবি করেছেন, তাঁর নাম হরিয়ানার দু’টি ভোটকেন্দ্রের ভোটার তালিকায় অন্তত ২২৩ বার রয়েছে।
রাহুল বলেন, “সমস্ত সমীক্ষাই হরিয়ানায় কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল। হরিয়ানার ইতিহাসে প্রথমবার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।” তাঁর অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে পরিকল্পনা করে কংগ্রেসকে হারিয়েছ।