• সরকারিভাবে অভিযোগ জানাননি কেন? রাহুলেরর ‘ভোটচুরি’র দাবি নিয়ে পালটা তোপ কমিশনের
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের প্রথম দফার নির্বাচনের একদিন আগে ভোটচুরি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক ভোটচুরি হয়েছে। তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে এবার পালটা তোপ দাগল নির্বাচন কমিশনের। কমিশনের প্রশ্ন, ভুয়ো ভোটার সম্পর্কে এত তথ্য যখন জানেন, তখন অভিযোগ করেননি কেন?

    বস্তুত ২০২৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকেই এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞরা। সমস্ত ওপিনিয়ন পোল এমনকী এক্সিট পোলেও এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেসকে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা যায়, জয় হয়েছে বিজেপির। সেই হার মানতে পারেনি কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, হরিয়ানায় ব্যাপক কারচুপি হয়েছে। বুধবার রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। এদিন তিনি এক ব্রাজিলিয়ান মহিলার ছবিও দেখান। রাহুলের দাবি, ওই মহিলা ব্রাজিলের এক মডেল। তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কখনও তিনি সীমা, কখনও সুইটি, আবার কখনও সরস্বতী।

    রাহুলের সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২০২৪ হরিয়ানা নির্বাচনের পর ভোট নিয়ে মোটে ২৩টি সরকারি অভিযোগ জমা পড়েছিল। তার মধ্যে ২২টি এখনও বিচারাধীন। স্থানীয় স্তরে বিএলএ-রা অভিযোগ করেছেন মোটে ১ হাজার ১৮০টি। কমিশনের বক্তব্য, ২৫ লক্ষ ভোটার যদি ভুয়ো হয়ে থাকে তাহলে সরকারিভাবে অভিযোগের সংখ্যা এত কম কেন?

    এখানেই শেষ নয়, রাহুলের অভিযোগের পরই দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সূত্র থেকে প্রশ্ন করা হচ্ছে, রাহুল গান্ধী কি SIR-কে সমর্থন করছেন? কারণ এই নিবিড় সংশোধনের মাধ্যমেই তো ভুয়ো, মৃত বা অন্যত্র চলে যাওয়া ভোটার বাদ দেওয়া হচ্ছে। রাহুল স্পষ্ট করুন, এটাকে সমর্থন করছেন নাকি বিরোধিতা করছেন? নির্বাচন কমিশনের আরও প্রশ্ন, যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, ২৫ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে তাহলেও এটা কেন ধরে নেওয়া হবে যে এই ২৫ লক্ষ ভোটারই বিজেপিকে ভোট দিয়েছেন?

    বস্তুত, ভোটচুরি নিয়ে রাহুল গান্ধী দফায় দফায় অভিযোগ করে চলেছেন। যা নিয়ে কমিশনের বক্তব্য, এই অভিযোগগুলি সরকারিভাবে দায়ের করেননি বিরোধী দলনেতা। অভিযোগ নিয়ে যদি তাঁর আত্মবিশ্বাস থাকে, তাহলে সাংবিধানিক শপথের অধীনে সেগুলি হলফনামা আকারে জমা দেওয়া হোক। পালটা কংগ্রেসের বক্তব্য, রাহুল যদি মিথ্যা অভিযোগ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করুক কমিশন।
  • Link to this news (প্রতিদিন)